ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাকিল আহমেদ

সময় এখন প্রিন্টেড পোশাকের

প্রকাশিত: ০৭:০৪, ৭ এপ্রিল ২০১৭

সময় এখন প্রিন্টেড পোশাকের

ফ্যাশন সচেতন তারুণ্যের কাছে রেডি টু ওয়ার ব্র্যান্ড এখন ফ্যাশনে ইন। এ কারণেই লাইফস্টাইল ব্র্যান্ডগুলো অনুসরণ করছে সমকালীন ফ্যাশন ট্রেন্ড। পোশাকে আন্তর্জাতিক কালার চার্ট ও গ্রীষ্মকালীন প্যাটার্ন অন্তর্ভুক্তি করেই আনা হয়েছে নতুন পোশাকের সংগ্রহ। পোশাকে এবার প্রাধান্য পেয়েছে প্রিন্টের নানা শেড ও হাতায় থাকছে কাটিং ভিন্নতার নানা নিরীক্ষা। সেইলর-এর প্রতিটি নতুন পণ্যই টিন থেকে আউটগোয়িং তারুণ্যের পছন্দের রং ব্যবহারে হয়েছে আরও স্মুদি এবং স্মার্ট। প্যাটার্ন আর ফেব্রিকও পুরোটাই সমসাময়িক গ্রীষ্মের জন্য আরামদায়কও! চেক শার্ট যেমন একটি লম্বা সময় ধরে ফ্যাশনে রাজত্ব করেছে। নানা সময়ে নানা ধরনের চেক জনপ্রিয়তা পেয়েছে। এখন চেক শার্টের সেই জোয়ারে খানিকটা ভাটা পড়েছে। চাহিদার জায়গাটা দখল করে নিয়েছে প্রিন্ট। ছোট-বড়, মিশেল, অলওভার প্রিন্টসহ নানা ধরনের প্রিন্টেড ফেব্রিকের শার্টগুলো এখন জনপ্রিয়তার শীর্ষে। এগুলোর কালার ভেরিয়েশনও বেশ উল্লেখ করার মতো। একটু ফ্যাশনেবল পোশাক যাদের পছন্দ, তারা এসব শার্ট বেশ আগ্রহ নিয়েই কিনছেন। ছেলেদের ফ্যাশনের ক্ষেত্রে ইদানীং বাংলাদেশকেও বৈশ্বিক বলয়ের মধ্যে নিঃসন্দেহে ফেলে দেওয়া যায়। ফ্যাশনের ট্রেন্ডের পরিবর্তন সারা বিশ্বে প্রায় একই সঙ্গে দেখা যায়। শার্টের বেলায়ও ব্যতিক্রম নয়। শার্টের ট্রেন্ড এখন প্রিন্টেড ডিজাইন।
×