ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইনী লড়াই করে ফের চেয়ারে বসলেন মেয়র আরিফুল ও গউছ

প্রকাশিত: ০৫:৫৫, ৭ এপ্রিল ২০১৭

আইনী লড়াই করে ফের চেয়ারে বসলেন মেয়র আরিফুল ও গউছ

স্টাফ রিপোটার, সিলেট অফিস ॥ আইনী লড়াই করে ফের মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার বিকেল ৩টা ২০ মিনিটে দলীয় নেতাকর্মীসহ নগর ভবনে নিজের কার্যালয়ে পৌঁছান আরিফ। সেখানে তাঁকে স্বাগত জানান সিসিকের কর্মকর্তা ও কর্মচারীরা। মেয়রের আসনে বসার পর আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, মেয়রের দায়িত্ব গ্রহণের ৩ ঘণ্টার মধ্যে আমাকে বরখাস্ত করা হয়েছিল। তাই একরকম শঙ্কা নিয়েই আবারও মেয়রের আসনে বসেছি। মেয়র হিসেবে আমার সঙ্গে এমন আচরণ জনগণের ম্যান্ডেটবিরোধী। এটা ভোটারদের সাথে প্রতারণা। আমি চাই জনপ্রতিনিধিরা যেন শঙ্কামুক্ত হয়ে কাজ করতে পারেন। মেয়র হিসেবে যে মেয়াদকাল আমার অবশিষ্ট আছে, এর মধ্যেই আমি সবাইকে সাথে নিয়ে নগরবাসীর উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাব। জনগণকে সাথে নিয়ে আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করব। এর আগে বৃহস্পতিবার দুপুরে মেয়র আরিফুল হক চৌধুরীর বরখাস্তের আদেশ স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করার জন্য রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত। গত রবিবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। দায়িত্ব নিলেন গউছ ॥ নিজস্ব সংবাদদাতা, জানান, একের পর এক বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের নির্দেশে ফের হবিগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব নিলেন আলহাজ জি, কে গউছ। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে দেয়া এক জাকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান শেষে গউছ আনুষ্ঠানিকভাবে পুনরায় তার ওই পদের দায়িত্ব বুঝে নেন। এ সময় বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষের মুহুর্মুহু সেøাগান আর করতালিতে সংশ্লিষ্ট ভবন ও তৎসংশ্লিষ্ট প্রাঙ্গণ প্রকম্পিত হয়ে উঠে। এ যেন চরম বিজয়ের উল্লাসে কারও আনন্দের একফোঁটাও ঘাটতি নেই। এদিকে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের সাথে সাথে পৌর মেয়র গউছ কর্মকর্তা-কর্মচারীসহ লেবারদের জন্য ২৬ লাখ টাকার বেতন প্রদানের চেকে সই করেন। এতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। এসময় উপস্থিত সাংবাদিকদের নিয়ে এক তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে মেয়র গউছ বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সর্বশেষ আমি দায়িত্ব পেলেও ১১ দিনের মাথায় আবারও আমাকে বরখাস্ত করা হয়। কিন্তু হাইকোর্টের নির্দেশে চার দিনের মাথায় আমি জনগণের দায়িত্ব নিলাম। ভবিষ্যতে যাতে এমন আর না হয়, সে জন্য আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
×