ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দ্বৈত কর এড়ানোসহ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রকাশিত: ০৮:৩২, ৬ এপ্রিল ২০১৭

দ্বৈত কর এড়ানোসহ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বাংলাদেশ এবং চেকোশ্লোভাকিয়ার মধ্যে পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। আইপিইউ সম্মেলনে যোগদান উপলক্ষে ঢাকায় আগমনকারী চেক রিপাবলিকের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন। খবর বাসস’র। বাংলাদেশের মুক্তিযুদ্ধে চেক রিপাবলিকের সহযোগিতার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী ‘ডাবল ট্যাক্সেশন’ এড়ানোসহ অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের মাধ্যমে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালীকরণে গুরুত্বারোপ করেন। চেক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন গ্রোসপিক এমপি। বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসার জন্য চেক রিপাবলিকের প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চেকোশ্লোভাকিয়ার অবদানের কথা স্মরণ করে দু’দেশের বিদ্যমান পুরনো সম্পর্ক পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ করেন।
×