ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুকুরে গোসল করতে নেমে ঢাবি ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৮:৩১, ৬ এপ্রিল ২০১৭

পুকুরে গোসল করতে নেমে ঢাবি ছাত্রের মৃত্যু

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুরে গোসল করতে নেমে বায়েজিদ বোস্তামী নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। জানা গেছে, বায়েজিদ বিকেলে বৃষ্টিতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলেন। খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বন্ধুদের সঙ্গে সাঁতারের প্রতিযোগিতা করেন। তার বন্ধুরা সাঁতরে কূলে উঠলেও কূলে উঠতে পারেননি তিনি। পরে তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ায় সার্ভিসের একটি ডুবুরি দল এসে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও তার সহপাঠীরা হাসপাতালে ছুটে আসেন।
×