ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহের ৭ জঙ্গী রিমান্ডে

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন আমিরসহ গ্রেফতার ৩৮

প্রকাশিত: ০৬:০১, ৬ এপ্রিল ২০১৭

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন আমিরসহ গ্রেফতার ৩৮

জনকণ্ঠ ডেস্ক ॥ সাতক্ষীরায় বিশেষ অভিযানে বুধবার জামায়াতের ইউনিয়ন আমিরসহ ৩৮ জন এবং মেহেরপুরে গোপন বৈঠকে অভিযান চালিয়ে ২৪ জামায়াত ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া গাইবান্ধায় গ্রেফতার ৩ জেএমবি জঙ্গীর পাঁচদিন এবং ময়মনসিংহের সাত জঙ্গীকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। খবর স্টাফ রিপোর্টার ও কুষ্টিয়া থেকে নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহিমসহ ৩৮ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আশাশুনি থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি ককটেল ও কলারোয়া থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে, সদর থানা থেকে ১২, কলারোয়া থানায় আট, তালা থানায় চার, কালীগঞ্জ থানায় পাঁচ, শ্যামনগর থানায় ৪, আশাশুনি থানায় দুই, দেবহাটা থানায় দুই ও পাটকেলঘাটা থানা থেকে ১ জনকে আটক করা হয়েছে। মেহেরপুরে আটক ২৪ ॥ গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে পুলিশ জামায়াতের ২৪ নেতাকর্মীকে আটক করেছে। মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার টেংরামারী গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে মেহেরপুর সদর থানা পুলিশ। বুধবার আটককৃতদের আদালতে পাঠানো হয়। গাইবান্ধা ॥ গাইবান্ধায় গ্রেফতারকৃত জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) ৩ সদস্যকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে গাইবান্ধা অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জয়নুল আবেদীন তাদের রিমান্ড মঞ্জুর করেন। ময়মনসিংহ ॥ শহরের কালীবাড়ি থেকে জঙ্গী সন্দেহে গ্রেফতার সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজতে পেয়েছে পুলিশ। ময়মনসিংহের ১ নম্বর আমলী আদালতের বিচারক বিল্লাল হোসেন বুধবার এ আদেশ দেন। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য দশদিন করে রিমান্ডের অনুমতি চাওয়া হয়। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
×