ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লঙ্কায় শেষ ম্যাচটা স্মরণীয় করতে পারবে বাংলাদেশ?

প্রকাশিত: ০৫:৫৩, ৬ এপ্রিল ২০১৭

লঙ্কায় শেষ ম্যাচটা স্মরণীয় করতে পারবে বাংলাদেশ?

মিথুন আশরাফ ॥ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি২০ নেতৃত্বের শুরু ২০১৪ সালে। সেই শ্রীলঙ্কার বিপক্ষেই ম্যাচ দিয়ে আজ টি২০ নেতৃত্বের শেষ হচ্ছে। শুধু কি তাই। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটটাই তো ছেড়ে দিচ্ছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অবসর নিচ্ছেন। আজ তার সেই বিদায়ী ম্যাচ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ও সিরিজের শেষ টি২০ ম্যাচ হবে আজ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি কি স্মরণীয় করে রাখতে পারবেন মাশরাফি? ম্যাচটি বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। দুই ম্যাচের টি২০ সিরিজের প্রথমটিতে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। তাতে করে ১-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে রয়েছে। যদি আজ বাংলাদেশ জিতে তাহলে ১-১ ব্যবধানে সিরিজ ড্র হবে। আর যদি বাংলাদেশ হারে, তাহলে হোয়াইটওয়াশ হবে মাশরাফিবাহিনী। কিন্তু বাংলাদেশের জন্য এই ম্যাচটি যেন শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের চেয়ে মাশরাফির জন্য জয়টিই বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ক্রিকেটাররা মাশরাফিকে জয় উপহার দিতেই যেন খেলতে নামবেন। জয় পেলে মাশরাফির বিদায়ী পর্বটাও ভাল হবে। বাংলাদেশ দলের তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতই এমন কথা বলেছেন। বুধবার জানিয়েছেন, ‘জয়ের তো কোন বিকল্প নাই। আমি ব্যক্তিগতভাবে বলব, আমরা দ্বিতীয় টি২০ খেলব শুধু মাশরাফি ভাইয়ের জন্য। আমরা সবাই চাইব ওই ম্যাচ জিতে তাকে বিদায়ী উপহার দেয়ার জন্য।’ সেই বিদায়ী উপহারটা এখন মাশরাফি পেলেই হয়। তাতে করে সিরিজটা ড্র হবে। টেস্ট সিরিজ ১-১ ড্র হওয়ার পর ওয়ানডে সিরিজও ১-১ ড্র হয়েছে। যদি বাংলাদেশ আজ জিতে তাহলে টি২০ সিরিজটাও ১-১ ড্র হবে। তাতে করে শ্রীলঙ্কা সফরে গিয়ে প্রথমবারের মতো কোন সিরিজ না হেরে দেশে ফিরতে পারবেন ক্রিকেটাররা। অনেক বড় সাফল্য যুক্ত হবে। সেই সাফল্যের চেয়ে আসলে এখন মাশরাফির বিদায় নিয়েই সবাই আবেগাপ্লুত হয়ে আছেন। সবাই মাশরাফির বিদায়ে বিষণœœ হয়ে পড়েছেন। বিদায় নিচ্ছেন, তা যে হঠাৎ করেই মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে টস করতে গিয়ে ঘোষণা করে দেন মাশরাফি। এরপর থেকেই সবাই যেন দুঃখের সাগরে ভাসছে। তবে মাশরাফি যে সঠিক সময়ে সঠিক কাজটি করেছেন, তাও অনেকেই মনে করছেন। ম্যাচটি নিয়ে মাশরাফির আবেগ থাকবে। কষ্ট থাকবে। এটাই স্বাভাবিক। একটি সংস্করণ থেকে যে বিদায় নিচ্ছেন। সেই বিদায় তো অন্য ফরমেটের ক্রিকেটেও বিদায়ের সুর বাজার ইঙ্গিতও দিচ্ছে। ২০০৯ সাল থেকে টেস্ট ক্রিকেট খেলতে পারেন না। টেস্ট ক্রিকেট আদৌ খেলতে পারবেন কিনা, তার নিশ্চয়তা নেই। ওয়ানডে থেকে এখনও অবসর নেননি। ওয়ানডে ক্রিকেটটা খেলে যাবেন। তবে জুনে যে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে এরপর যে মাশরাফি ঠিকমতো ওয়ানডেটাও খেলতে পারবেন, তারও নিশ্চয়তা নেই। তাই যখন ওয়ানডে থেকে অবসর নেবেন, তখন স্বাভাবিকভাবেই টেস্ট থেকেও বিদায়ের ঘোষণা দেবেন। তখন আন্তর্জাতিক ক্রিকেট থেকেই বিদায় নেবেন মাশরাফি। সেই বিদায়ের শুরুটা তো আজই হতে চলেছে। টি২০ থেকে বিদায়ের পর তো টেস্ট ও ওয়ানডে থেকেও বিদায়ের দিন গোনা শুরু হয়ে যাবে। সেই শুরুর ক্ষণে শ্রীলঙ্কাকে হারিয়ে যদি বিদায় নেয়া যায়, তাহলে বিদায়ী ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটাও ড্র হবে। অধিনায়ক হিসেবে সিরিজ না হেরে বিদায় নেয়ার সুখস্মৃতিটাও তো থাকবে। মাশরাফি কী পারবেন আজ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচ জিতে নিজের বিদায়টা স্মরণীয় করে রাখতে?
×