ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্ডে ব্যাংকের বিনিয়োগসীমা কমল

প্রকাশিত: ০৪:১৮, ৬ এপ্রিল ২০১৭

বন্ডে ব্যাংকের বিনিয়োগসীমা কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের তফসিলী ব্যাংকগুলোর জন্য বন্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগের সীমা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোন ব্যাংক কোম্পানি তার আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম, সংবিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন্ড আর্নিংসের মোট পরিমাণের ৫ শতাংশের অধিক কোন একটি কোম্পানির বন্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ করতে পারবে না। এতদিন ব্যাংকগুলো তাদের মোট মূলধনের ১০ শতাংশ পর্যন্ত অর্থ বন্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ করতে পারত। বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা দেশের সব তফসিলী ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সংশোধিত ব্যাংক কোম্পানি আইন ২০১৩’র সঙ্গে সামঞ্জস্য আনয়নে নতুন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে বন্ডে ব্যাংকের বিনিয়োগসীমা কমলেও বাজারে এর কোন প্রভাব পড়বে না। কারণ কর্পোরেট বন্ডে ব্যাংকের বিনিয়োগ নেই বললেই চলে। তাছাড়া কোন ব্যাংকের বিনিয়োগ থাকলেও তা বর্ণিত সীমার বেশি হলে মেয়াদ পূর্তি পর্যন্ত ধারণ করার কথা বলা হয়েছে। তবে মেয়াদ পূর্তির পর নগদায়নের মাধ্যমে এই সীমা পাঁচ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে। সার্কুলারে আরও বলা হয়, সংশ্লিষ্ট বন্ড বা ডিবেঞ্চার বাংলাদেশ সিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কর্তৃক অনুমোদিত হতে হবে। বন্ড বা ডিবেঞ্চার ইস্যুকারী কোম্পানির এক্সটার্নাল ক্রেডিট রেটিং বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত এক্সটার্নাল ক্রেডিট এ্যাসেসমেন্ট ইনস্টিটিউশন (ইসিএআই) দ্বারা সম্পাদিত হতে হবে। হাইটেক পার্কে মূলধন যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড় অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের সকল হাইটেক পার্কে শিল্প স্থাপন ও অবকাঠামোগত উন্নয়নে উৎসাহিত করতে মূলধনী যন্ত্রপাতি ও অবকাঠামগত উন্নয়নসংশ্লিষ্ট পণ্য আমদানিতে শুল্ক ও ভ্যাট মওকুফ সুবিধা দেয়া হয়েছে। আর এই সুবিধা পেতে প্রতিষ্ঠাগুনলোকে পূরণ করতে হবে তিন শর্ত। সম্প্রতি প্রায় একই ধরনের কর মওকুফ সুবিধা দেয়া হয় সরকারী ও বেসরকারী রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) অধীন প্রতিষ্ঠানগুলোকে যন্ত্রপাতি বা যন্ত্রাংশ আমদানিতে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে ওই কর অব্যাহতি সুবিধা দেয়া হয়েছে। প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, হাইটেক পার্কে শিল্পস্থাপনে প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে মূলধনী যন্ত্রপাতি বা যন্ত্রাংশ এবং অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট পণ্যাদি আমদানিতে আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, নিয়ন্ত্রমূলক শুল্ক এবং মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) হতে অব্যাহতি দেয়া হয়েছে। দেশের যে কোন হাইটেক পার্কের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। কাস্টমস আইন আইন, ১৯৯১ সালের মূসক আইন ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ আইন ২০১০ এর প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ দেয়া হয়। প্রতিষ্ঠানগুলোকে যেসব শর্ত পূরণ করতে হবে তা হলো- শিল্প প্রতিষ্ঠানগুলোকে মূল্য সংযোজন কর (মূসক) নিবন্ধিত হতে হবে।
×