ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

প্রস্তাবিত সড়ক পরিবহন আইন যাত্রীবান্ধব করার দাবি

প্রকাশিত: ০৯:১৯, ৫ এপ্রিল ২০১৭

প্রস্তাবিত সড়ক পরিবহন আইন যাত্রীবান্ধব করার দাবি

স্টাফ রিপোর্টার ॥ প্রস্তাবিত সড়ক পরিবহন আইন যাত্রীবান্ধব করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার দেয়া স্মারকলিপিতে বলা হয়, দেশের সড়ক পরিবহন সেক্টরের সবচেয়ে বড় স্টেকহোল্ডার যাত্রী সাধারণ। প্রস্তাবিত নতুন আইনে দেশের ১৬ কোটি যাত্রী সাধারণকে উপেক্ষা করে গণপরিবহনের ভাড়া নির্ধারণ, ব্যয় বিশ্লেষণ, আঞ্চলিক পরিবহন কমিটি, তথা পরিবহনের যাবতীয় সুযোগ-সুবিধা ও নীতি-নির্ধারণের ফোরামসমূহে পুরনো আইনের আদলে মালিক-শ্রমিক, সরকার প্রতিনিধি রাখা হয়েছে। এমন বাস্তবতায় সংগঠনটি বলছে, এতে প্রতিদিনের গণপরিবহনের ভাড়া নৈরাজ্য, যাত্রী হয়রানি বন্ধ করা, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করাসহ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা কোনভাবে সক্ষম হবে না। এসব বিষয় যুক্ত করে সংগঠনের পক্ষ থেকে ২০ দফা দাবি তুলে ধরা হয় স্মারকলিপিতে। দাবিসমূহের মধ্যে রয়েছেÑ সড়ক দুর্ঘটনায় দায়ী চালক, মালিক, যাত্রী, হেলপার, কন্ডাক্টর, সড়ক নির্মাণ প্রকৌশলী, সড়ক সুপারভিশন কর্মকর্তা, অযোগ্য যানবাহনে ফিটনেস প্রদানকারী, অযোগ্য যানবাহন নিবন্ধন প্রদানকারী, ঠিকাদার, বিলবোর্ড স্থাপনকারী, প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বা অন্য যে কোন ব্যক্তি-প্রতিষ্ঠানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-ের বিধান রাখা এবং এসব অপরাধে অপরাধীর মামলা ৩০২ ধারায় অন্তর্ভুক্ত করা।
×