ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাইকেল বটে

প্রকাশিত: ০৫:০৪, ৫ এপ্রিল ২০১৭

সাইকেল বটে

সস্তার পরিবহন হিসেবে সাইকেলের খ্যাতি রয়েছে। তেল খরচা নেই, দামও বেশি নয়। কাছাকাছি যাওয়ার পক্ষেও সাইকেল দিব্যি সুবিধাজনক। কিন্তু সাইকেলও যে রীতিমতো বিলাসবহুল হতে পারে, তা বুঝিয়ে দিল বিখ্যাত ফরাসি গাড়ি নির্মাণকারী সংস্থা বুগাতি। তারা নতুন একটি বাইসাইকেল বাজারে এনেছে যার দাম ৪০ হাজার মার্কিন ডলার। বলা হচ্ছে এ সাইকেলটি বিশ্বের সবচেয়ে দামী। এটির নাম দেয়া হয়েছে সুপার বাইক। বুগাতি জানাচ্ছে, এটি বিশ্বের সবচেয়ে হালকা সাইকেল। এর ওজন মাত্র ১১ পাউন্ড। প্যাডেলে ন্যূনতম বলপ্রয়োগ করেই চালানো যায়। অনায়াসে তীব্র গতিতে রাস্তা দিয়ে ছোটানোও যায় সুপার বাইককে। এবং তার জন্য কোন অতিরিক্ত পরিশ্রমই বোধ হয় না আরোহীর। -টেকট্রি অবলম্বনে।
×