ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানবতাবিরোধী অপরাধ

নয় মামলার অনুসন্ধানে তদন্ত দল

প্রকাশিত: ০৪:৩৭, ৫ এপ্রিল ২০১৭

নয় মামলার অনুসন্ধানে তদন্ত দল

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত ৯টি মামলার অনুসন্ধান কার্যক্রমের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ৬ সদস্যের দল ৪ দিনের সফরে দিনাজপুরে অবস্থান করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অতিরিক্ত পরিচালক ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি নাজমুল হক, পিপিএমের নেতৃত্বে ৬ সদস্যের উচ্চ পর্যায়ের একটি দল সোমবার থেকে দিনাজপুরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত ৯টি মামলার বাদী ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের জন্য দিনাজপুরে এসেছেন। স্থানীয় সার্কিট হাউসে বৃহস্পতিবার পর্যন্ত সাক্ষ্যগ্রহণ করা হবে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত ৯টি মামলার মধ্যে বোচাগঞ্জ থানার ৪টি মামলার বাদী হচ্ছেন মুর্শিদহাট শহীদপাড়ার মৃত শহিদুল ইসলাম শাহের ছেলে মোঃ মজিবর রহমান শাহ, ধনঞ্জয়পুর গ্রামের আব্দুল সাত্তারের স্ত্রী গুলজান নেছা, শ্রীমন্তপুর জালিয়াপাড়ার মৃত তারিনী কান্ত দাসের পুত্র সকেন চন্দ্র দাস এবং আনোড়া গ্রামের মৃত মফিজ উদ্দীন সরকারের পুত্র মোসলেম আলী। বিরল থানার ২টি মামলার বাদী হচ্ছেন দ্বৈকতবাড়ী গ্রামের মরহুম জফর মোহাম্মদের পুত্র খতির ও রবিপুর গ্রামের মৃত সমির উদ্দিনের পুত্র মোঃ হাফিজ উদ্দিন। পার্বতীপুর থানার ২টি মামলার বাদী হচ্ছেন গড়েরপাড়ার মৃত রহিম উদ্দিনের পুত্র বীরমুক্তিযোদ্ধা মোঃ এমতাজ আলী ও একই থানার ৯নং হামিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত রিয়াজ উদ্দিনের পুত্র মোঃ আফসার আলী। বীরগঞ্জ থানার একমাত্র মামলার বাদী প্রাণনগরের মৃত ফয়েজ উদ্দিনের পুত্র মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন। মঙ্গলবার বোচাগঞ্জ থানার ৪টি ও বীরগঞ্জ থানার ১টিসহ ৫টি মামলার বাদী ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। তদন্ত দলের প্রধান নাজমুল হক মঙ্গলবার পৃথকভাবে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, ও সদর উপজেলা কমান্ডারের সঙ্গে বৈঠক করেছেন। জঙ্গীবাদ রোধে লিফলেট বিতরণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৪ এপ্রিল ॥ মঙ্গলবার শহরের ঢাকা বাসস্ট্যান্ড, মুক্তির মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা পুলিশের উদ্যোগে ‘দেশকে ভালবাসুন জঙ্গীবাদকে প্রতিরোধ করুন’ শিরোনামে সর্বস্তরের জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পুলিশ সুপার মোজাম্মেল হক রাস্তায় দাঁড়িয়ে নিজ হাতে এই লিফলেট বিতরণ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রকিবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) লিমন রায় উপস্থিত ছিলেন। বিনামূল্যে বীজ বিতরণ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৪ এপ্রিল ॥ উফশী আউশ ও নেরিকা আউশ ধান চাষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মধ্যে মাগুরার শালিখায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ১ হাজার ৪২০ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক শালিখা উপজেলা চেয়ারম্যান শ্যামল কুমার দে, শালিখা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন ও আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস।
×