ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ০৪:৩৬, ৫ এপ্রিল ২০১৭

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ায় মিউজিক গাড়ি ও ইটবাহী ট্রাকের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন। মঙ্গলবার সকাল ৯টায় বরইতলীর বানিয়ারছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পেকুয়া চৌমুহনীর নাছির উদ্দীনের পুত্র কায়সার (২৮) ও পেকুয়ার মেহেরনামার মঞ্জুর আলমের পুত্র নজির আলম (২৬)। প্রত্যক্ষদর্শীরা জানান, ইটবাহী ট্রাকটি পেকুয়া থেকে এবং মিউজিক গাড়িটি লামার ফাইতং থেকে চকরিয়া আসছিল। পথে দ্রুতগামী দু’গাড়ির প্রচ- সংঘর্ষ হয়। গাজীপুরে হেলপার স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, ট্রাকের ধাক্কায় মঙ্গলবার এক হেলপার নিহত হয়েছে। নিহতের নাম রাজীব (৩০)। সে রাজশাহী জেলার বোয়ালিয়া থানার তালাইমারী শহীদ মিনার এলাকার শহিদুল ইসলামের ছেলে। জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকায় মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড় করিয়ে সামনের চাকা পরিবর্তন করছিল ওই ট্রাকের হেলপার। এ সময় একইদিকেগামী অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে নিজ ট্রাকের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে হেলপার রাজীব ঘটনাস্থলেই মারা যায়। চট্টগ্রামে চালক চট্টগ্রাম অফিস জানায়, পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় প্রাইভেট কার উল্টে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। সোমবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সৈকত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার উল্টে গেলে ৫ জন গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নিলে চিকিৎসক মামুন নামের একজনকে মৃত ঘোষণা করেন। তিনি ছিলেন ওই গাড়ির চালক।
×