ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৬ জেলা রেজিস্ট্রার বদলি

প্রকাশিত: ০৮:২৭, ৪ এপ্রিল ২০১৭

১৬ জেলা রেজিস্ট্রার বদলি

স্টাফ রিপোর্টার ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়াধীন নিবন্ধন পরিদফতরের ১৬ জেলা রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। একই সঙ্গে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১০ জেলা রেজিস্ট্রারকে পদায়ন করা হয়েছে। সোমবার মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে তাদের বদলি ও পদায়নের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বদলির আদেশপ্রাপ্ত জেলা রেজিস্ট্রারগণের মধ্যে আলী আহম্মদকে চট্টগ্রাম থেকে সিলেটে; নাজমা ইয়াসমিনকে মাদারীপুর থেকে চট্টগ্রামে; আব্দুল লতিফকে যশোর থেকে নেত্রকোনায়; মোঃ আব্দুল মান্নানকে শেরপুর থেকে মাদারীপুরে; মোঃ আশরাফুজ্জামানকে কক্সবাজার থেকে নোয়াখালীতে; সৈয়দ মুজিবুর রহমানকে নোয়াখালী থেকে নওগাঁয়; মোঃ মকবুল হোসেনকে বরগুনা থেকে ফরিদপুরে; মীর মাহবুব মেহেদীকে রাজশাহী থেকে শরিয়তপুরে; আবুল কালাম আজাদকে চুয়াডাঙ্গা থেকে রাজশাহীতে; নৃপেন্দ্র নাথ সিকদারকে বরিশাল থেকে যশোরে; মোঃ মতিয়ার রহমানকে জয়পুরহাট থেকে মৌলভীবাজারে; মোঃ মনিরুল হক প্রধানকে বাগেরহাট থেকে কুষ্টিয়ায়; মোঃ মাহফুজুর রহমান খানকে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লায়; বীর জ্যোতি চাকমাকে ঝিনাইদহ থেকে খুলনায়; আব্দুল সালাম আদাজকে ফেনী থেকে টাঙ্গাইলে এবং শেখ মোঃ আনোয়ারুল হককে সুনামগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় বদলি করা হয়েছে। সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১০ জন জেলা রেজিস্ট্রারের মধ্যে মোঃ তাজিবার রহমানকে জয়পুরহাটে; খন্দকার জামিলুর রহমানকে চুয়াডাঙ্গায়; মোঃ ফজলার রহমানকে বাগেরহাটে; আব্দুল মালেককে ঝিনাইদহে; গোলাম ফারুককে বরগুনায়; আনন্দ কুমার রায়কে ফেনীতে; মোঃ সেলিম উদ্দিন তালুকদারকে শেরপুরে এ.কে.এম রায়হান ম-লকে কক্সবাজারে; সাইফুল ইসলামকে সুনামগঞ্জে এবং খন্দকার ফজলুর রহমানকে নরসিংদীতে জেলা রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে। বদলির আদেশপ্রাপ্ত জেলা রেজিস্ট্রারগণ দুই বছর বা তার অধিককাল একই কর্মস্থলে চাকরি করায় তাদের বদলি করা হয়েছে।
×