ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সন্দ্বীপে যাত্রীবোঝাই ডেনিস বোট ডুবে পাঁচজনের মৃত্যু ॥ নিখোঁজ ১২

প্রকাশিত: ০৬:০০, ৪ এপ্রিল ২০১৭

সন্দ্বীপে যাত্রীবোঝাই ডেনিস বোট ডুবে পাঁচজনের মৃত্যু ॥ নিখোঁজ ১২

চট্টগ্রাম অফিস/সীতাকু- প্রতিনিধি ॥ সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে যাত্রীবাহী একটি ইঞ্জিন বোট (ডেনিস বোট) ডুবে গেছে। এ ঘটনায় সোমবার বিকেল পর্যন্ত ৫টি মৃতদেহ উদ্ধার হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে ২৭ জন। এখনও নিখোঁজ রয়েছে আনুমানিক ১২ জন। নৌবাহিনী, কোস্টগার্ড এবং স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনার পর সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়ার নেতৃত্বে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। রবিবার সন্ধ্যায় ‘এসটি সালাম’ নামের একটি সি-ট্রাক দু’শতাধিক যাত্রী নিয়ে চট্টগ্রামের সীতাকু-ের কুমিরা ঘাট থেকে রওনা দেয়। সীতাকু- চ্যানেল পার হয়ে এটি সন্দ্বীপের গুপ্তছড়া ঘাঁটে পৌঁছায় রাতে। লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে সাগর রয়েছে উত্তাল। প্রচ- ঢেউ, স্রোত এবং বাতাসের গতিবেগ বেশি থাকার কারণে এটি সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে পৌঁছুতে রাত গড়ায়। ঘাটে পৌঁছার পর সি-ট্রাক থেকে যাত্রীদের তীরে ওঠানোর জন্য তোলা হয় একটি ইঞ্জিন চালিত বোটে (ডেনিস বোটে)। রাত ৮টার দিকে ডেনিস বোটটি আকস্মিকভাবে উল্টে ডুবে যায়। এর মধ্যে ২৭ জন সাঁতরে কূলে উঠতে সক্ষম হয়। অবশিষ্টরা স্রোতের টানে এদিক-ওদিক চলে যায়। নিখোঁজদের মধ্যে সোমবার বিকেল পর্যন্ত ৫টি লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আনুমানিক আরও ১২ জন। ঘটনার পর রাত থেকে উদ্ধার অভিযান শুরু করে নৌবাহিনী, কোস্টগার্ড ও স্থানীয় লোকজন। কিন্তু স্রোতের টানে নিখোঁজরা ঘাট এলাকা থেকে বহুদূরে ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারপ্রাপ্ত ৫টি লাশের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মোঃ সালাউদ্দিন (৩০), বরদা জলদাশ (৬০), সচিন্দ্র জলদাশ (৫০), আব্দুল হক (৬০) ও হাফেজ আমিন রসুল (৪৫)। এদের মধ্যে প্রথম তিনজনের লাশ উদ্ধার হয় রবিবার রাতেই। অবশিষ্ট ২ জনের লাশ উদ্ধার হয়েছে সোমবার। কুমিরা ঘাট এলাকার লোকজন জানিয়েছেন, রবিবার সন্ধ্যার দিকে সি-ট্রাক ‘এসটি সালাম’ দু’শতাধিক যাত্রী নিয়ে সন্দ্বীপের উদ্দেশে রওনা দেয়। বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও সি-ট্রাকটি যাত্রীদের নিয়ে সন্দ্বীপ চ্যানেল পাড়ি দেয়। সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে পৌঁছার পর সি-ট্রাক থেকে দু’দফায় ডেনিস বোটে করে বেশ কিছু যাত্রী তীরে উঠানো হয়। শেষ বোটে করে উঠানো হচ্ছিল দুর্ঘটনাকবলিত ৪৫ যাত্রীকে। কিন্তু প্রচ- বাতাসের তোড়ে বোটটি উল্টে যায়। ফলে এ দুর্ঘটনা ঘটে। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামশুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে সাড়ে ৩ কিলোমিটার দূরে রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড ৩ জনের লাশ পায়। পরে সকালে একটি লাশ উদ্ধার করা হয়। একইভাবে সোমবার দুপুরের দিকে আরেকটি লাশ পাওয়া যায়। ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মোঃ জসিম উদ্দিন জানান, সোমবার সকাল ৯টার দিকে উদ্ধারকারী দল সন্দ্বীপের কাছিয়ারপাড় এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। ডেনিস বোটটিতে আনুমানিক ৪৫ জন যাত্রী ছিল বলে তারা তথ্য পেয়েছেন। এদের মধ্য থেকে ২৭ জন জীবিত উদ্ধার হয়েছে। এদিকে দুর্ঘটনার পর রবিবার থেকে চট্টগ্রাম, সন্দ্বীপ রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ট্রলার ডুবিতে আরও একজনের লাশ উদ্ধার ॥ নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জানান, সোনারগাঁওয়ে চরকিশোরগঞ্জে মেঘনা নদীতে ট্রলার ডুবির ৫ম দিনে সোমবার দুপুরে বাবুল সরদার (৪০) নামে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।
×