ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুনের দায়ে মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৫:১৭, ৪ এপ্রিল ২০১৭

খুনের দায়ে মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ৩ এপ্রিল ॥ ফরিদগঞ্জের লড়াইরচর গ্রামে গাছকাটাকে কেন্দ্র করে সিরাজুল ইসলামকে হত্যা করার দায়ে আব্দুস ছাত্তারকে (৬০) মৃত্যুদ- এবং ১ লাখ টাকা জরিমানা করেছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এই রায় দেন। উল্লেখ্য, ২০০০ সালের ৭ ডিসেম্বর সিরাজ ও আব্দুস ছাত্তারের পরিবারের মধ্যে গাছের পাতা কুড়ানো নিয়ে ঝগড়া হয়। এ ঘটনায় পরদিন ৮ ডিসেম্বর সকাল ১০টায় আব্দুস ছাত্তার নিহত সিরাজুল ইসলামের নারিকেল ও সুপারি গাছ কাটে। এতে বাধা দিতে গেলে ছাত্তার তার সঙ্গে থাকা ছুরি দিয়ে বুকে আঘাত করে। ঘটনাস্থলে সিরাজুল ইসলাম লুটিয়ে পড়লে স্বজনরা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায়। বাউফলে আইজিপির নির্দেশও মানছেন না নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩ এপ্রিল ॥ আইজিপির নির্দেশ অমান্য করে এখনও বহাল তবিয়তে রয়েছেন বাউফল সার্কেলের বিতর্কিত এএসপি সাইফুল ইসলাম। হাইকোর্টের নির্দেশে গত ১৫ মার্চ আইজিপি একেএম শহীদুল হক, বিপিএম, পিপিএম তাকে সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা বদলি করেন। ওই আদেশের কপি একই দিন পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে প্রেরণ করা হয় এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেয়া হলেও সার্কেল এএসপি তা অমান্য করে এখনও বহাল তবিয়তে বাউফল সার্কেলে থেকে দাফতরিক কাজ করছেন। বিনামূল্যে পাট বীজ বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে সোমবার সকালে উপজেলার সাত ইউনিয়নের এক হাজার কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের পাট বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকনুজ্জামানের সভাপতিত্বে পাট বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির। শ্বশুরকে বেঁধে রেখে যৌতুক আদায় স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বীরগঞ্জ উপজেলা পল্লীতে যৌতুকের টাকা আদায় করতে না পেরে শ্বশুরকে বেঁধে রেখে গরু নিয়ে গেছে জামাই ও তার বাবা। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। জানা যায়, উপজেলার শতগ্রাম ইউনিয়নের গরফতু গ্রামের শহিদুল ইসলামের ছেলে হামিদুল ইসলামের সঙ্গে গত মাসে মরিচা ইউনিয়নের নাগরি সাগরি গ্রামের মিনহাজ আহমেদের মেয়ে মর্জিনার বিয়ে হয়। বিয়ের পর জামাই হামিদুল যৌতুকের জন্য শ্বশুরকে চাপ দিতে থাকে। যৌতুক আদায় করতে হামিদুল ও তার বাবা সোমবার সকালে মিনহাজের বাড়িতে যায়। তারা শ্বশুর মিনহাজকে গাছের সঙ্গে বেঁধে ১ লাখ টাকা দামের ২টি গাভী জোর করে নিয়ে যায়।
×