ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ০৮:২৩, ২ এপ্রিল ২০১৭

এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁওয়ে সোমা ম-ল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সোয়া ৫ টার দিকে তেজগাঁওয়ের শাহীনবাগের ৩৯১ নম্বরের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জনকণ্ঠকে বলেন, ঘরের দরজা ভেঙ্গে ফ্যানের সঙ্গে সোমার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তাকে পড়াশোনার জন্য বাবা-মা চাপ দিচ্ছিল। সকালে তার মা রাগ করে তাকে বকাবকি করেছিল। ধারণা করা হচ্ছে, লেখাপড়ার চাপ সহ্য করতে না পেরে অভিমানে সে অত্মহত্যা করেছে। সোমা খুলনার পাইকগাছা উপজেলার হোগলারচড় গ্রামের সুসেন ম-লের মেয়ে। সুসেন সস্ত্রীক তেজগাঁওয়ের শাহীনবাগের ৩৯১ নম্বর বাসায় ভাড়া থাকেন। চাকরি করেন মহাখালীর একটি হাসপাতালে। তার স্ত্রীও একটি ক্লিনিকে চাকরি করেন। সোমা পিরোজপুরের স্বরূপকাঠিতে মামার বাসায় থেকে পড়াশোনা করত। এক মাস আগে এসএসসি পরীক্ষা শেষ করে ঢাকায় বাবা ও মায়ের কাছে বেড়াতে আসে। সকালে দুই সন্তান শুভ (৯) ও সোমাকে বাসায় রেখে কাজে চলে যান বাবা ও মা। বিকেলে বাসায় এসে দেখেন শুভ বাইরে খেলছে এবং ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পরও কোন সাড়া শব্দ না পেয়ে থানায় খবর দেন তারা। পুলিশ এসে দরজা ভেঙ্গে ঘর থেকে সোমার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
×