ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইপিএলে লিভারপুলের সহজ জয়

প্রকাশিত: ০৬:৩৩, ২ এপ্রিল ২০১৭

ইপিএলে লিভারপুলের সহজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে অনায়াস জয় পেয়েছে লিভারপুল। শনিবার নিজেদের মাঠ এ্যানফিল্ডে অনুষ্ঠিত মার্সিসাইড ডার্বিতে তারা ৩-১ গোলে হারিয়েছে এভারটনকে। শক্তিশালী এভারটনের বিপক্ষে এই জয়ের ফলে বর্তমানে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে জার্গেন ক্লপের দল। মৌসুমের প্রথম ৩০ ম্যাচ থেকে অলরেডদের সংগ্রহে ৫৯ পয়েন্ট। শনিবার নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলে লিভারপুল। প্রথমার্ধের ৮ মিনিটেই দারুণ এক গোল করে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান সাদিও মানে। তবে লিড খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের ২৮ মিনিটে মেথিউ পেনিংটন গোল করলে সমতায় ফিরে এভারটন। তবে তার তিন মিনিট পর আবার লিভারপুলকে এগিয়ে দেন ফিলিপ কুটিনহো। এর ফলে ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় অলরেডরা। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে লিভারপুলের হয়ে আবারও গোল করেন ডিভোক অরিজি। এরপর আর কোন গোল না হলে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জার্গেন ক্লপের লিভারপুল। এই ম্যাচে হারায় সপ্তম স্থানেই রয়ে গেল এভারটন। ৩০ ম্যাচ থেকে তাদের দখলে ৫০ পয়েন্ট। শীর্ষে যথারীতি চেলসি। ২৮ ম্যাচ থেকে ব্লুজদের দখলে ৬৯ পয়েন্ট। দুইয়ে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৫৯ পয়েন্ট। চতুর্থ স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। এদিকে মৌসুম শেষের আগেই মাঠে ফিরতে পারেন সিটিজেনদের তারকা ফুটবলার গ্যাব্রিয়েল জেসুস। চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা ব্রাজিলের এই স্ট্রাইকারকে মৌসুমের শেষদিকের কিছু ম্যাচে পাওয়ার আশা ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্ডিওলার। গত ফেব্রুয়ারিতে ইংলিশ প্রিমিয়ার লীগে বোর্নমাউথের বিপক্ষে খেলতে নেমে পায়ের মেটাটারসাল ভেঙ্গে যায় ব্রাজিলের এই তরুণ স্ট্রাইকারের। পরে তার পায়ে অস্ত্রোপচার করাতে হয়। ধারণা করা হয়েছিল, চলতি মৌসুমে হয় তো আর খেলতেই পারবেন না জানুয়ারিতে পালমেইরাস থেকে সিটিতে আসা এই খেলোয়াড়। কিন্তু আগেভাগেই তার মাঠে ফেরার সম্ভাবনা জেগেছে। এ প্রসঙ্গে শুক্রবার সাংবাদিকদের সাবেক বার্সিলোনার কোচ বলেন, ‘সে কাজ করা শুরু করেছে এবং আশা করা যায় সে দৌড়ানো শুরু করবে আর মৌসুমের শেষ ম্যাচগুলোতে আমাদের সহযোগিতা করবে।’ সিটির জার্সিতে জেসুসের শুরুটা হয় দুর্দান্ত। দলটির হয়ে পাঁচ ম্যাচ খেলে গোল করেন তিনটি। অল্প সময়েই দুই উইঙ্গার রাহিম স্টার্লিং ও লেরয় সানের সঙ্গে দারুণ বোঝাপড়া গড়ে তোলেন তিনি।
×