ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেনজির আবরার

চায়না ট্যুরে যাচ্ছে মেগাডেথ

প্রকাশিত: ০৬:৪০, ৩০ মার্চ ২০১৭

চায়না ট্যুরে যাচ্ছে মেগাডেথ

বিশ্বে যেসব থ্রাশ মেটাল এবং হেভি মেটাল ব্যান্ড গত শতাব্দীর আশির দশক থেকে আধিপত্য বিস্তার করে আসছে, তার মধ্যে ‘মেগাডেথ’ অন্যতম। জন্মের পর থেকে নিয়মিত ভক্তদের জন্য বার বার মেটাল এলবাম নিয়ে হাজির হয়েছে মেগাডেথ। মেটালভক্তদের কাছে মেগাডেথ নামক ব্যান্ডটিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কি বা আছে! আজ আমরা মেগাডেথ সম্পর্কে কিছু শুনবো, জানাব তাদের চায়না ট্যুর নিয়ে ১৯৮৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে গিটারিস্ট ও ভোকালিস্ট ডেভ মাসটেইন, বেজিস্ট ডেভ এলেফসন এবং গিটারিস্ট গ্রেগ হ্যান্ডেভিড মিলে মেগাডেথ ব্যান্ডটি গঠন করেন। তাঁরা তখন থেকে থ্রাশ মেটাল ধারার গান করেন। মেগাডেথ গঠন করার কয়েক মাস আগেই ডেভ মাসটেইনকে মেটালিকা থেকে বের করে দেওয়া হয় বলে তার মধ্যে একটা আক্রোশ বা প্রতিদ্বন্দ্বিতার মনোভাব কাজ করতে থাকে। এর ফলাফল অবশ্য শ্রোতাদের জন্য ভাল ছিল। কেননা, মেটালিকার সঙ্গে এমন প্রতিযোগিতা থাকার কারণে মেগাডেথ দারুণ শক্তিশালী গান রচনা করে শ্রোতাদের মুগ্ধ করে। পরে তারা তাদের স্বকীয়তা খুঁজে পায় এবং বর্তমানে তারা বিশ্বের সেরা চারটি থ্রাশ মেটাল ব্যান্ডের একটি। সারা বিশ্বে থ্রাশ মেটাল ও এর নানা উপধারা সৃষ্টি ও জনপ্রিয় করার পেছনে এ চার থ্রাশ মেটাল ব্যান্ডের অবদানের কারণেই তাদের এখন বলা হয় ‘বিগ ফোর অব থ্রাশ’। চায়না ট্যুরে যাচ্ছে মেগাডেথ, সম্প্রতি তাদের ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে বিষয়টি। চায়নার ভিন্নধারার শ্রোতাদের সামনে কিভাবে নিজেদের অবস্থানের জানান আরেকবার দেয় ব্যান্ড মেগাডেথ। ওয়েবসাইট সূত্রে জানা গেছে এবং ফেসবুক পেজের ঘোষণা অনুসারে নিশ্চিত হওয়া গিয়েছে আগামী ১৪ মে চায়নার ট্যাংগো লাইভ হাউসে পারফর্ম করবে মেগাডেথের বর্তমান সদস্যবৃন্দ। যার টিকেট বিক্রি চলছে অনলাইনে। মেগাডেথ ভক্তরা বরাবরই দাবি করে থাকেন তারা থ্রাশ মেটাল হলেও তাদের পুরস্কারের ঝুলিতে জমা রয়েছে সাম্প্রতিক সময়ের বিভিন্ন মর্যাদার পুরস্কার, যা প্রতিদ্বন্দ্বী কোন ব্র্যান্ডের নেই। ২০১৬ য়ের গ্র্যামি এ্যাওয়্যার্ড জিতেছিল তাদের জনপ্রিয় এলবাম ‘ডিসটিপোয়া’র জন্য বেস্ট মেটাল পারফরম্যান্স ক্যাটাগরিতে, যা তাদের ভক্তদের নিজেদের শ্রেষ্ঠত্বের দাবির অন্যতম কারণ বলে মনে করা হয়।
×