ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষকের বেত্রাঘাতে প্রতিবন্ধী ছাত্র হাসপাতালে

প্রকাশিত: ০৬:০১, ৩০ মার্চ ২০১৭

শিক্ষকের বেত্রাঘাতে প্রতিবন্ধী ছাত্র হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২৯ মার্চ ॥ ক্লাসে দুষ্টামি করার অপরাধে কালকিনিতে মুরাদ হোসেন (১২) নামের এক প্রতিবন্ধী ছাত্রকে পিটিয়ে জখম করে হাসপাতালে পাঠিয়েছে প্রধান শিক্ষক। সে রমজানপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ও থানায় অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। বুধবার সকালে এ বিষয় একটি অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার রমজানপুর এলাকার দক্ষিণ রমজানপুর গ্রামের রহমাত উল্লাহর মানসিক প্রতিবন্ধী ছেলে মুরাদ হোসেন ক্লাস রুমে সহপাঠিদের সাথে দুষ্টামি করে। দুষ্টামি করার অভিযোগে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলামীন হাওলাদের সহযোগিতায় প্রধান শিক্ষক সাইদুর রহমান ছায়েদ শিক্ষার্থী মুরাদ হোসেনকে জোড়া বেত দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে ছাত্রের মা রুমা বেগম তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শিক্ষার্থীর মা রুমা বেগম অভিযোগ করে বলেন, মুরাদ একজন প্রতিবন্ধী মানুষ। ওকে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মিলে পিটিয়ে জখম করেছে। নরসিংদীতে সংঘর্ষ নিহত এক নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ২৯ মার্চ ॥ ইউপি নির্বাচনে অংশ নেয়া দুই চেয়ারম্যান প্রার্থীর আধিপত্য বিস্তার নিয়ে সমর্থকদের মধ্যে সংঘর্ষে মোগল মিয়া (৪৫) নামে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে রায়পুরা উপজেলার দুর্গমচর এলাকা পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানান, পাড়াতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান এবং নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেয়া জাকির হোসেনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। বিইউবিটিতে স্বাধীনতা দিবস পালিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)তে ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকাল সাড়ে ১০টায় মিরপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটিকে উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, এমপি। বিশেষ অতিথি ছিলেন বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান এ এফ এম সরওয়ার কামাল এবং বিইউবিটির একাডেমিক এ্যাডভাইজরি কমিটির আহ্বায়ক বিইউবিটি ট্রাস্টের সদস্য ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সফিক আহমেদ সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক আবু সালেহ। Ñবিজ্ঞপ্তি ট্রেনের ধাক্কায় অটোরিক্সা যাত্রী নিহত নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ২৯ মার্চ ॥ রেলপথ পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ইসমাইল হোসেন ভুইয়া (৫৫) নিহত এবং হাবিব গাজী ও বাছেদ ভুইয়া আহত হয়েছেন। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার আমীরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্র নিহতের ঘটনায় মামলা স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে কাগকান্দা ইউনিয়নে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে গলায় টেঁটাবিদ্ধ হয়ে কলেজছাত্র নাজমুল নিহত হওয়ার ঘটনায় বুধবার দুপুরে মামলা করা হয়েছে। নিহত কলেজছাত্রের বাবা রইজ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। খুনিদের দ্রুত গ্রেফতার দাবিতে সহপাঠীরা বিক্ষোভ করেছে।
×