ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বড় জয়ে সিরিজ ভারতের

প্রকাশিত: ০৬:২৫, ২৯ মার্চ ২০১৭

বড় জয়ে সিরিজ ভারতের

স্পোর্টস রিপোর্টার ॥ ধর্মশালায় চতুর্থ ও শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারাল অজিঙ্কা রাহানের ভারত। এর মধ্য দিয়ে বহুল আলোচিত সিরিজ (বোর্ডার-গাভাস্কার ট্রফি) ২-১এ জিতে নিল বিরাট কোহলির দল। পাশাপাশি নির্ধারিত সময়ে (১ এপ্রিল’২০১৭) র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান সুসংহত করে আইসিসি টেস্ট-ট্রফি ও পুরস্কারের বিশাল অর্থ নিশ্চিত করল আকাশে উড়তে থাকা ভারত। মঙ্গলবার চতুর্থ দিনে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১০৬ রান তুলে নেয় স্বাগতিকরা। লোকেশ রাহুল ৫১ ও ভারপ্রাপ্ত অধিনায়ক রাহানে ৩৮ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। ব্যাটে-বলে দারুণ অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচ ও সিরিজসেরার দুটি পুরস্কারই পকেটে পুরেছেন রবীন্দ্র জাদেজা। সেই প্রথম টেস্ট থেকে শুরু হওয়া কথার লড়াই এবং অনাকাক্সিক্ষত সব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন অতিথি অধিনায়ক স্টিভেন স্মিথ। তবে অসিদের রুঢ়-আচরণ সহজে ভোলার নয়, বলে মন্তব্য কোহলির। বিনা উইকেটে ১৯ রান নিয়ে নামা ভারতের জয়টা ছিল সময়ের ব্যাপার। ৪৬ রানে আচমকাই মুরলি বিজয় (৮) ও চেতেশ্বর পুজারাকে (০) হারায় স্বাগতিকরা। তবে তৃতীয় উইকেট জুটিতে মাত্র ৯ ওভার ৫ বলে অবিচ্ছিন্ন ৬০ রান যোগ করে আয়েশী জয় তুলে নেন রাহুল (৭৬ বলে ৫১*) ও রাহানে (২৭ বলে ৩৮*)। প্রথম ইনিংসে ৩০০ রানে অলআউট অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৭ রানে গুটিয়ে গেলে তৃতীয়দিনেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। চতুর্থদিন ছিল উদযাপনের অপেক্ষা। হয়েছেও তাই। প্রথম ইনিংসে রাহানেদের সংগ্রহ ৩৩২/১০। আট নম্বরে নেমে ৬৩ রানের চমৎকার ইনিংস উপহার দেয়ার পর বোলিংয়ে ৪ উইকেট (১+৩) নিয়ে ম্যাচসেরা জাদেজা। সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে হটিয়ে আইসিসির বোলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন। স্পিন-ভেল্কিতে চার টেস্টে সর্বাধিক ২৫ উইকেট ও ব্যাট হাতে দুই হাফ সেঞ্চুরির সাহায্যে ১২৭ রান করে সিরিজসেরার পুরস্কারও জিতে নিয়েছেন তুখোড় এই অলরাউন্ডার। বিফলে গেছে প্রথম ইনিংসে স্মিথের ১১১ রানের ইনিংস। যার মধ্য দিয়ে এ্যালিস্টার কুকের পর মাত্র দ্বিতীয় ভিনদেশী অধিনায়ক হিসেবে ভারতের মাটিতে এক সিরজে তিন সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। ৭১.২৮ গড়ে সিরিজের সর্বোচ্চ ৪৯৯ রান তারই। প্রথম টেস্টে হেরে পিছিয়ে পড়েও এ নিয়ে চতুর্থবারের মতো কোন সিরিজ জিতল ভারত। পুনেতে হারের পর বেঙ্গালুরুর দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে ফিরে আসে কোহলি-বাহিনী। রাঁচির তৃতীয় টেস্ট ড্র হয়। এর আগে ১৯৭২-৭৩ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে, ২০০১-০২ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে হারের পরেও সিরিজ জিতেছিল দলটি। এ নিয়ে ২০০৫ সাল থেকে ঘরের মাটিতে সবকটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে টানা সিরিজ জিতল ভারত। ইনজুরির জন্য এই টেস্টে বাইরে থাকা কোহলি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়টা (গত) আবেগপূর্ণ হলেও, অস্ট্রেলিয়া যেভাবে লড়েছে সেটা ছিল অদ্ভুত। আমরা গোটা সিরিজে বারবার পিছিয়ে পড়েছি, আবার লড়াইয়ে ফিরেছি। ভারতীয় দলের লড়াকু মনোভাব পরিণত হয়ে ওঠার উদাহরণ এটি।’ তিনি আরও যোগ করেন, ‘ওদের অখেলোয়াড়সূলভ আচরণ নিয়ে যা হওয়ার সেটা হয়ে গেছে। সম্পর্কটা নতুন করে জোড়া লাগানো আমার পক্ষে সম্ভব নয়।’
×