ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাউফলে জঙ্গী সন্দেহে নিষ্ফল অভিযান

প্রকাশিত: ০৪:২৯, ২৯ মার্চ ২০১৭

বাউফলে জঙ্গী সন্দেহে নিষ্ফল অভিযান

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৮ মার্চ ॥ বাউফল পৌর শহরের কলেজ রোড এলাকায় জঙ্গী আস্তানা সন্দেহে তিনতলা বিশিষ্ট একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। ওই বাড়িটি ‘রহস্যময় বাড়ি’ বলে স্থানীয়ভাবে খ্যাত রয়েছে। মঙ্গলবার সকালে বাউফল থানার ওসি আযম খান ফারুকীর নেতৃত্বে পুলিশের একটি দল ওই অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের হেডকোয়ার্টারের এএসপি ফারুক হোসেন উপস্থিত ছিলেন। তবে পুলিশ ওই বাড়ি থেকে সন্দেহজনক কোন কিছুই উদ্ধার করতে পারেনি। জানা গেছে, কুমিল্লা জেলার বড়িচং উপজেলার বাসিন্দা মোঃ মজিবুর রহমান নামের এক ব্যক্তি বাউফল পৌর অফিস সংলগ্ন পশ্চিম পাশে আট বছর আগে তিনতলা বাড়ি নির্মাণ করেন। কিন্তু ওই বাড়িতে কোন লোকজন থাকত না। তারা মাঝেমধ্যে এসে কিছুদিন থেকে আবার চলে যেত। প্রতিবেশী কারও সঙ্গে তাদের কোন সম্পর্কও ছিল না। তাই প্রতিবেশীরাও জানে না ওই বাড়িতে কখন কে আসত আবার চলে যেত। এ কারণে ওই বাড়িটি স্থানীয় লোকজনসহ পুলিশের কাছেও রহস্যময় ও সন্দেহজনক বাড়ি বলে প্রতীয়মান হয়। সোমবার রাতে ওই বাড়ির মালিক ঢাকা থেকে সপরিবারে বাউফলে এসেছেন এমন খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে ওই বাড়িতে অভিযান চালান। দ্বিতীয় দফা টেন্ডারেও ইজারায় অনীহা পদ্মা নদীর ফেরিঘাট স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পদ্মা নদীর ফেরিঘাট ইজারায় চড়া মূল্যের কারণে দ্বিতীয় দফাতেও ডাকে অংশ নেয়নি কোন ইজারাদার। একসঙ্গে ষষ্ঠ দফা পর্যন্ত টেন্ডার আহ্বান রয়েছে। এবার তৃতীয় দফা ইজারার প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। তবে দর না কমালে কোন টেন্ডারেই অংশ নেবে না বলে জানিয়েছেন জেলার ইজারাদাররা। তবে কর্তপক্ষের দাবি ইজারার দম কমানো তাদের এখতিয়ারে নেই। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা এলাকার পদ্মা নদীর তালখাম্বা ও ভাগরথী ফেরিঘাট আগামী বছরের জন্য ইজারা প্রদানের দরপত্র আহ্বান করা হয় গত মাসে। তবে দরপত্রের শর্তানুযায়ী অতিরিক্ত মূল্য নির্ধারণের কারণে প্রথম দফায় কোন ইজারাদার অংশ নেননি। ফলে দ্বিতীয় দফায় টেন্ডার আহ্বান করা হয়। এর সর্বশেষ দরপত্র জমার তারিখ ছিল ১৬ মার্চ। মশারি বিতরণ নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম ২৮ মার্চ ॥ সীতাকু-ের বাড়বকু- জনসাধারণের মাঝে স্বাস্থ্য বিভাগের কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বাড়বকু- মান্দারীটোলা ঈদগাও প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশারি বিতরণ করেন দিদারুল আলম এমপি। তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই আপনাদের মাঝে এসে সেবা প্রদান করছি। তাই আগামী দিনে আমাদের নেত্রীর প্রতি সম্মান দেখিয়ে তার মনোনীত ব্যক্তিকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি। দুর্নীতি প্রতিরোধে শপথ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুর্নীতি প্রতিরোধের শপথ নিয়েছে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। ‘সোনার বাংলা গড়তে দুর্নীতি প্রতিরোধ রুখবোই’ এই স্লোগানে রাজশাহী কলেজে অনুষ্ঠিত দুর্নীতি প্রতিরোধ সপ্তাহে শিক্ষার্থীরা অংশ নিয়ে দুর্নীতি প্রতিরোধে সোচ্চার থাকার অঙ্গীকার করে। ৃমঙ্গলবার বেলা ১১টায় কলেজের শহীদ এএইচএম কামারুজ্জামান ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শুরুর আগে কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে সকল শিক্ষক-শিক্ষার্থীকে শপথ বাক্য পাঠ করান।
×