ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় চার নেতাকে নিয়ে বুননের নাটক ‘সিক্রেট অব হিস্ট্রি’

প্রকাশিত: ০৬:৩৪, ২৮ মার্চ ২০১৭

জাতীয় চার নেতাকে নিয়ে বুননের নাটক ‘সিক্রেট অব হিস্ট্রি’

স্টাফ রিপোর্টার ॥ কারাগারে জাতীয় চার নেতা হত্যার ঘটনার গল্প অবলম্বনে বুনন থিয়েটারের প্রযোজনায় অচিরেই মঞ্চে আসছে নতুন নাটক ‘সিক্রেট অব হিস্ট্রি।’ আগামী ৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নতুন এই নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে।জাতীয় চার নেতা হত্যার ঘটনার কে উপজীব্য করে নাটকটি রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান। নির্দেশনা দিয়েছেন শুদ্ধমান চৈতন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আনন জামান, তুষার কান্তি দে রাজন, আশরাফুল আলম বিলাস, উচ্ছ্বল হাসান, আবু ফাহিম, শাত-ইল রাস, আবিদ হাসান নির্ঝর, অমিত চৌধুরী, তুষার সোহাগ, হাজেরা আক্তার কেয়া, আয়েশা আক্তার কাকন, মারিয়া বিনতে লতিফ, নন্দদুলাল, রুদ্র বাউল, লাল হোসেন, জিহাদুল ইসলাম। জেলের ভেতর জাতীয় চার নেতাকে নির্মম খুন ও তৎপরবর্তী ক্যান্টনমেন্ট ও রাষ্ট্রীয় ষড়যন্ত্র নিয়ে নতুন প্রযোজনা ‘সিক্রেট অব হিস্ট্রি’ নাটকের গল্প এগিয়েছে। নাটকের শুরুতেই দেখা যায়Ñ এক মহান রাষ্ট্রপতিকে হত্যা করে গদি দখল করা খুনী রাষ্ট্রপতি জেলের ভেতর হত্যাকৃত চার নেতার লাশ গোরস্তানে বয়ে এনেছে। উদ্দেশ্য রাতের আন্ধারিতে কবরে ছেপে দেয়া। গোরস্তানের আদি ভৌতিক আবহে খুনী রাষ্ট্রপতির মুখোমুখি হয় জেলখানার দায়িত্বপ্রাপ্ত গার্ড, খুনী রিসালদার ও চার নেতার ছায়া শরীর। কাহিনীর মধ্যভাগে যুক্ত হয় এক খুনী মেজর- যে মেজর অন্ধকার হলেই লাশভরা ট্রাক নিয়ে পথে নামে গোরস্তান দেখলেই ছেপে দেয়। সে নয়খানি ট্রাকে শতখানি দ্রোহঠাসা সেনার লাশ গোরস্তানের ছায়ায় সারি করে রেখে রাষ্ট্রপতির সঙ্গে যুক্ত হয়। খুনী রাস্ট্রপতি আর মেজর এক সঙ্গে কৌশল নির্মাণ করে চলে লাশ ছেপে দেয়ার জন্যÑ বাদসাধে বুদ্ধিজীবী অধ্যাপক মুনীর চৌধুরীরর মুর্দা ফকির। সে দীঘল সাদা আলখেল্লার প্রান্ত উড়িয়ে লাশ আগলে দাঁড়ায়- মুখে ঠোঁটে এক কথা তার- ‘এ লাশ কবরে যাবে না’। একে একে অভিনীত হয় সেনা বিদ্রোহ দমনের নামে ক্যান্টনমেন্টের হত্যাকৃত সেনাদের দীর্ঘশ্বাস ও নিগূঢ় হত্যার গোপন কথকতা। নাটকটির অভিনয় নির্মাণে নির্দেশক মূল অভিনয় মঞ্চ থেকে একটি রক্তবর্ণ গালিচা দর্শক সারির মধ্যভাগ পর্যন্ত রেখে একটি কাঠগড়ার সেট স্থাপন করা হবেÑ যা দর্শক অভিনেতার দূরত্ব ঘুচিয়ে- দর্শক-শ্রোতাকে নাট্যস্থিত বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট করতে সহায়তা করবে বলে সংশ্লিষ্টদের বিশ্বাস। এদিকে বুনন থিয়েটার সূত্রে জানা গেছে নতুন প্রযোজনার বিষয়ে বিস্তারিত জানাতে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬-৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে নাটকের প্রেস শো এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে বিশেষ মতবিনিময় করা হবে বলে জানা গেছে।
×