ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকায় ট্রেন ও সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ৩

প্রকাশিত: ০৮:০৫, ২৭ মার্চ ২০১৭

ঢাকায় ট্রেন ও সড়ক দুর্ঘটনায়  শিক্ষকসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে ট্রেন ও সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকসহ তিনজন নিহত হয়েছে। শেরেবাংলা নগরে লায়ন্স চক্ষু হাসপাতালের বাথরুমের দরজা ভেঙ্গে এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সকালে বাড্ডায় বাসের চাপায় তৃপ্তি শঙ্কর তালুকদার (৬০) নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি ক্যামব্রিয়ান কলেজে রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন। গুলিস্তান হানিফ ফ্লাইওভারে বাসচাপায় সুজন মিয়া (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সুজন গুলিস্তানের বিভিন্ন এলাকায় তিনি ভিক্ষাবৃত্তি করত। কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকালে একটি আন্তঃনগর ট্রেন কমলাপুর ছেড়ে যাচ্ছিল। এ সময় ওই ব্যক্তি রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ওই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার ॥ লায়েন্স চক্ষু হাসপাতালের বাথরুমের দরজা ভেঙ্গে আনোয়ার হোসেন (৫০) নামে এক নিরাপত্তাকর্মীকে অচেতন অবস্থায় উদ্ধার হৃদরোগ হাসপাতালে আনা হয়। নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আগারগাঁও পাসপোর্ট কালেকশন অফিসের সিকিউরিটি গার্ড ছিলেন।
×