ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৭, ২৬ মার্চ ২০১৭

টুকরো খবর

সংবাদ প্রকাশের পর সেতু নির্মাণ শুরু নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৫ মার্চ ॥ জনকণ্ঠে সংবাদ প্রকাশের পর মাগুরায় চিত্রা নদীতে বেইলি ব্রিজ নির্মাণের কাজ শনিবার থেকে শুরু হয়েছে। এলাকাবাসী জানায় , মাগুরা যশোর ভায়া আড়পড়া সড়কের জেলার শালিখা উপজেলার সীমাখালীতে চিত্রা নদীর ওপর একটি লোহার ব্রিজ ছিল। গত ১৩ ফেব্রুয়ারি সকালে ব্রিজে একই সঙ্গে ২টি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান ওঠলে ব্রিজটি ভেঙ্গে পড়ে এবং দুইজন আহত হয়। ব্রিজটি ভেঙ্গে পড়ায় মাগুরা যশোর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা খুলনার অধিকাংশ কোচ এই সড়ক দিয়ে চলাচল করত। ৩৪ কিমি রাস্তা বেশি ঘুরে যাত্রীদের ঝিনাইদহ হয়ে যেতে হচ্ছে। মাগুরা থেকে যশোরগামী বাস সীমাখালী পর্যন্ত যাচ্ছে। অপরদিকে মাগুরাগামী যাত্রীদের যশোর থেকে সীমাখালীর অপর পারে নেমে বাঁশের সাঁকোতে করে চিত্রা নদী পার হয়ে নিজ নিজ জেলার বাসে ওঠছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই অবস্থা চলছিল প্রায় দেড় মাস। বিষয়টি নিয়ে জনকণ্ঠসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর মাগুরায় চিত্রা নদীতে বেইলি ব্রিজ নির্মাণের কাজ অবশেষে প্রায় দেড় মাস পর শুরু হলো। স্কুলছাত্রীর বিয়ে বন্ধ, বাবাকে জরিমানা নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৫ মার্চ ॥ ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নবম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ডাকুরপাড় গ্রামে জোর করে বিয়ে দেয়ার চেষ্টার দায়ে ওই ছাত্রীর বাবাকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ডাকুরপাড় গ্রামের শামসউদ্দিনের ছেলে আব্দুর রহিমের (২২) সঙ্গে একই ইউনিয়নের জুলগাঁও গ্রামের হারুন-অর রশিদের মেয়ে শামিমা জান্নাত বৃষ্টি (১৭) নবম শ্রেণীর ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। মেয়েটি চেঙ্গুরিয়া আনসার আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম শরীফ হোসেন ওই বিয়ে বাড়িতে যান। ওই সময় ইউএনওকে বৃষ্টি বলে, ‘আমার বাবা-মা আমাকে জোর করে বিয়ে দিচ্ছেন। আমার বয়স ১৭ বছর হয়নি।’ ওই কথা শুনে ইউএনও তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিয়ে ভেঙ্গে দেন। একই সঙ্গে আদালত বাল্যবিবাহ দেয়ার চেষ্টার দায়ে ছাত্রীর বাবা হারুন-অর রশিদকে এক হাজার টাকা জরিমানা ও ১৮ বছরের আগে মেয়েটিকে বিয়ে না দেয়ার মুচলেকা এবং ছেলের কাছ থেকে মেয়েটির ১৮ বছর পূর্ণ হলে বিয়ে করবে এ মর্মে মুচলেকা নেয়া হয়। ১ শতাংশ কর ফেরতের দাবিতে আলটিমেটাম স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ স্থাবর সম্পত্তি হস্তান্তর করের এক শতাংশ টাকা ফেরতের দাবিতে আন্দোলনের হুমকি দিয়ে স্থানীয় প্রশাসনকে সাতদিনের আলটিমেটাম দিয়েছে ময়মনসিংহ সদর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি। এর মধ্যে দাবি আদায় না হলে ইউনিয়ন ও উপজেলা পরিষদের সব কার্যক্রম বন্ধসহ কঠোর আন্দোলন কর্মসূচীর হুমকি দেয়া হয়। ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অবিলম্বে এই করের টাকা ফেরতের দাবি জানিয়ে এই হুমকি দেয়া হয়। ময়মনসিংহ পৌর এলাকার সীমানা সম্প্রসারণ চূড়ান্ত হলেও শহর ঘোষণার আগেই সদর উপজেলা সার রেজিস্ট্রার কার্যালয় থেকে আট ইউনিয়নের বিভিন্ন মৌজার স্থাবর সম্পত্তি হস্তান্তর করার সময় করের এক শতাংশ টাকা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের তহবিলের বদলে পৌরসভার তহবিলে জমা নেয়া হচ্ছে। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন ইউনিয়ন পরিষদ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সদর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি আফাজ উদ্দিন সরকার। উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম ওয়ালিদ, ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও খালেদা আতিক, ইউপি চেয়ারম্যান শওকত আলী বুদু, সোলাইমান, সাইফুদ্দিন আহম্মদ, মোর্শেদুল আলম জাহাঙ্গীর, নূর মোহাম্মদ মীর, আব্দুল মালেক, শাহজাহান সরকার, রমজান আলী, হুমায়ুন কবীর উজ্জল, খায়রুল আলম সোহাগ, হাসানুল ইসলাম ও তারেক হাসান। পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ভোলা ২৫ মার্চ ॥ চরফ্যাশনে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, শনিবার বেলা ১১টায় উপজেলার আছলামপুর গ্রামের রিক্সাচালক রিয়াজের পুত্র ইলিয়াছ (২) চরফ্যাশন পৌরসভা ৫নং ওয়ার্ডে বেড়াতে এসে পুকুরে ডুবে মারা যায়। একই দিনে হাজারীগঞ্জ গ্রামের শাহে আলমের পুত্র নোমান (৩), চর নাজিমুদ্দিন গ্রামের খলিল রাজের কন্যা ফারজানা (২) তাদের বাড়ির পুকুরে ডুবে মারা যায়। এছাড়া শুক্রবার ওসমানগঞ্জ গ্রামের নুরুল ইসলামের পুত্র ওমর (৪), রসুলপুর গ্রামের মনিরের পুত্র তানজিল (৭) পুকুরে পরে মারা যায়। অপহৃত চবি শিক্ষার্থী রনি এখনও উদ্ধার হয়নি স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত শিক্ষার্থী তরিকুল ইসলাম রনি শনিবার পর্যন্ত উদ্ধার হয়নি। উল্লেখ্য, রনিকে গত শুক্রবার বিকেলে নগরীর মুরাদপুর এলাকা থেকে একদল যুবক অপহরণ করে নিয়ে যায়। রনি চবির ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। এ ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন রনিকে উদ্ধারের জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে। পুলিশ তাকে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে বলে জানানো হয়েছে। গরুর দড়িতে জড়িয়ে বৃদ্ধার মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৫ মার্চ ॥ বগুড়ার সান্তাহার শহরের পাশের ছাতিয়ানগ্রামে গরুর দড়িতে জড়িয়ে রেবা বসাক (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার সকাল আটটার দিকে ছাতিয়ানগ্রামের বসাকপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। রেবা বসাক ওই গ্রামের মনমোহন বসাকের স্ত্রী। জানা গেছে, শনিবার ভোরে রেবা বসাক তার গরু মাঠে বেঁধে রেখে আসেন। সকাল ৭টার দিকে হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হলে রেবা বসাক তড়িঘড়ি গরুটি আনতে যায়। গরু নিয়ে আসার সময় গরুর দড়ি তার পায়ে জড়িয়ে যায়। এ সময় গরুটি দৌড় দিলে রেবা বসাক একটি গাছের সঙ্গে জোড়ে ধাক্কা খান। এতে তার মাথায় প্রচ- আঘাত লাগে। ফলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ছাত্রী হত্যাকারীর গ্রেফতার দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর সরকারী মাইকেল মধুসূদন (এমএম) কলেজের মেধাবী ছাত্রী গৃহবধূ আসপিয়া খাতুন বৃষ্টির খুনী স্বামী প্রিন্সকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার বিকেলে শহরের গাড়িখানা রোডে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। নিহত বৃষ্টি যশোর শহরের বারান্দীপাড়া কদমতলা এলাকার আসলাম হোসেনের মেয়ে। স্বেচ্ছাশ্রমে সড়ক ও সাঁকো নির্মাণ উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৫ মার্চ ॥ রক্তদহ বিলের সান্দিড়া-বোদলা খেয়া ঘাটে স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে রাস্তা ও কাঠের সাঁকো তৈরি কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে এ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার। এর মাধ্যমে ওইসব গ্রামের মানুষের শত শত বছরের দুর্ভোগ অনেকটা কমে আসবে বলে দাবি করা হয়েছে। জানা গেছে, রক্তদহ বিল পাড়ের ২৫-৩০ গ্রামের লাখো মানুষ শত শত বছর ধরে নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হয়ে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসাসহ দৈনন্দিন জীবনের নানা চাহিদা মেটানোর জন্য জেলা সদর নওগাঁ, বগুড়া, রাজশাহী ও রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য শহরের সঙ্গে চলাচল করে আসছে। বর্ষা মৌসুমে তাদের মৃত্যুর সঙ্গে লড়তে হয়। প্রতি বছর ঘটে প্রাণহানি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য এমপি ও মন্ত্রীদের দ্বারস্থ হয়েও কোন ব্যবস্থা না হওয়ায়, বিল পারের কিছু হৃদয়বান মানুষের অর্থায়নে এবং এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষের স্বেচ্ছাশ্রমে ওই ঘাটের দুই পাশে রাস্তা ও কাঠের সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। এ জন্য শনিবার সেখানে ওই কাজ শুরু করার দিন ধার্য করে। এ খবর পেয়ে বেজায় ক্ষিপ্ত হয়ে উঠে সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক সরদার টুলু। বিল দখলের খোঁড়া অজুহাত দেখিয়ে তিনি ওই কাজ করতে দেবেন না বলে শুক্রবার আল্টিমেটাম দেন। শত বছরের দুর্ভোগের শিকার লাখো মানুষের পক্ষে স্বেচ্ছাশ্রম ও অর্থায়ন করতে উদ্যোগ গ্রহণকারীদের ভূমিদস্যু হিসেবে আখ্যা দিয়ে তিনি অপপ্রচার করতে শুরু করলে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠে। বিষয়টি আদমদীঘি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে শনিবার সেখানে পুলিশ মোতায়েন করা হয়। স্বাধীনতা দিবসের তোরণে আগুন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে কেন্দ্রীয় এক যুবলীগ নেতার নির্মিত স্বাধীনতা দিবসের তোরণ আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার কুকুটিয়াবাসী জানায়,যুবলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহসম্পাদক মোঃ জাকির হোসেন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় নেতাদের ছবি সংবলিত একটি তোরণ নির্মাণ করেন। কতিপয় দুর্বৃত্ত তোরণটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। এ ব্যাপারে যুবলীগ নেতা জাকির হোসেন বলেন, যারা এই ঘৃণিত ঘটনাটি ঘটিয়েছে তারা স্বাধীনতার বিরোধী। পানিতে ডুবে কিশোরের মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ তিন বন্ধু একসঙ্গে গোসল করতে গিয়ে একজন নিখোঁজ ও পরে গ্রামবাসী মৃত অবস্থায় ফয়সাল আহমদ (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে। শনিবার সকালে সিকদার বিল খালে এ ঘটনা ঘটে। নিহত কিশোর স্থানীয় মাহামুদুল হকের পুত্র।
×