ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় গণহত্যা দিবসে জগন্নাথ হলে নানা কর্মসূচী

প্রকাশিত: ০৮:৩২, ২৫ মার্চ ২০১৭

জাতীয় গণহত্যা দিবসে জগন্নাথ হলে নানা কর্মসূচী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ॥ আজ ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসে নানা কর্মসূচী হাতে নিয়েছে ঢাবির জগন্নাথ হল প্রশাসন। শুক্রবার হল প্রাধ্যক্ষ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচী সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল দশটায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যা ছয়টায় শহীদদের স্মরণে স্থাপনাশিল্পের প্রদর্শন, সাতটায় নাট্যানুষ্ঠান, রাত আটটায় দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি, এগারোটায় মশাল প্রজ্বালন, ১১টা ৫৯ মিনিটে গণসমাধিতে মোমবাতি প্রজ্বালন এবং শ্রদ্ধা নিবেদন। রাত এগারোটায় মশাল প্রজ্বালনের মাধ্যমে স্মরণ অনুষ্ঠানের উদ্বোধন করবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার, প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও হলের আবাসিক শিক্ষক সুধাংশু শেখর রায়, বিপুল চন্দ্র দেবনাথ প্রমুখ। বক্তব্য রাখেন ৭১-এর ২৫ মার্চ কালরাত ও গণহত্যা দিবস স্মরণানুষ্ঠান কমিটির আহ্বায়ক এবং হলের আবাসিক শিক্ষক তাপস কুমার বিশ্বাস।
×