ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অত্যাধুনিক নিউমেটিক কনভেয়ার

প্রকাশিত: ০৫:৩৯, ২৫ মার্চ ২০১৭

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অত্যাধুনিক নিউমেটিক কনভেয়ার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য খালাসে গতিশীলতা আনতে প্রথমবারের মতো সংযোজিত হয়েছে বায়ুচাপযুক্ত পণ্য স্থানান্তর যন্ত্র নিউমেটিক কনভেয়ার। পাশাপাশি যুক্ত হয়েছে স্বয়ংক্রিয়ভাবে পণ্য মাপা এবং ব্যাগিংয়ের আরও দুটি যন্ত্র। শুক্রবার বন্দরের ছয় নম্বর জেটিতে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করে চলেছে। নিউমেটিক কনভেয়ার যুক্ত হওয়ায় জাহাজের গড় অবস্থানকাল আরও কমে যাবে। আগে যেখানে ৪০ হাজার টন ধারণক্ষমতাসম্পন্ন একটি জাহাজ থেকে শ্রমিক দিয়ে পণ্য খালাস করতে কমপক্ষে পনেরদিন লেগে যেত, এখন নতুন সংযোজিত এই স্বয়ংক্রিয় যন্ত্র দিয়ে মাত্র ৫/৬ দিনে পণ্য খালাস করা সম্ভব হবে। আধুনিক এ যন্ত্র সংযোজিত হওয়ার ফলে বন্দর আরও এক ধাপ এগিয়ে যাবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এমএ লতিফ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল এবং চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।
×