ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনী কার্যক্রম চালাতে পারবে এফবিসিসিআই

প্রকাশিত: ০৬:০৮, ২৪ মার্চ ২০১৭

নির্বাচনী কার্যক্রম চালাতে পারবে এফবিসিসিআই

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচনের বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সংগঠনের পক্ষে করা আপীল শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছন আপীল বিভাগের চেম্বার জজ আদালত। এ বিষয়ে আগামী ২৭ মার্চ পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। সংগঠনের বর্তমান সভাপতির করা আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আবেদনটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে এফবিসিসিআই নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে পারবে বলেও জানিয়েছেন আদালত। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষে বৃহস্পতিবার শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, কামরুল হক সিদ্দিকী এবং সঙ্গে ছিলেন আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম। অপরদিকে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও বদরুদ্দোজা বাদল। পরে এফবিসিসিআইর আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম বলেন, যেহেতু ১৪ মে নির্বাচনের দিন ধার্য রয়েছে। তাই নির্বাচনের প্রক্রিয়া চালাতে কোন বাধা নেই। তবে এ বিষয়ে ২৭ মার্চ আপীল বিভাগের নিয়মিত বেঞ্চে চূড়ান্ত শুনানি শেষে সিদ্ধান্ত হবে। এর আগে ২২ মার্চ দুই মাসের জন্য এফবিসিসিআইয়ের নির্বাচনী কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। আগামী ১৪ মে ২০১৭-১৯ মেয়াদে পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চিড়িয়াখানা উন্নয়নে জাপান ৬০ হাজার ডলার অনুদান দিচ্ছে অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বিদ্যমান অডিও-ভিজ্যুয়াল সুবিধার মানোন্নয়নের মাধ্যমে বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণবিষয়ক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে জাপান সরকার ‘গ্রান্ট এ্যাসিস্ট্যান্স ফর কালচারাল গ্রাসরুটস প্রজেক্টসের অধীনে ৬০ হাজার ২৯১ মার্কিন ডলার সমপরিমাণ অনুদান প্রদান করেছে। বৃহস্পতিবার বাংলাদেশের জাপান দূতাবাসে এ সংক্রান্ত চুক্তিতে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে এবং বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ড. এস এম নজরুল ইসলাম নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেছেন।
×