ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ

সেলফোনের টাওয়ারে রেডিয়েশনের মাত্রা বেশি, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

প্রকাশিত: ০৭:৪৩, ২৩ মার্চ ২০১৭

সেলফোনের টাওয়ারে রেডিয়েশনের মাত্রা বেশি, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে মোবাইল ফোন কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত রেডিয়েশনের (তেজস্ক্রিয়তা) মাত্রা উচ্চ পর্যায়ের, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৈরি করা এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে হাইকোর্টকে এমনটিই জানিয়েছে রাষ্ট্রপক্ষ। রেডিয়েশনের মাত্রা কমাতে বিটিআরসিকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও রাষ্ট্রপক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে। বুধবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোঃ সেলিমের হাইকোর্ট বেঞ্চে শুনানিকালে রাষ্ট্রপক্ষ একথা জানায়। পরে আদালত স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনটি আগামী ২৮ মার্চের মধ্যে হলফনামা আকারে জমা দিতে নির্দেশ দিয়েছে। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনের প্রেক্ষিতে বিটিআরসি কী পদক্ষেপ নিয়েছে সেটিও এর মধ্যে আদালতকে জানাতে হবে। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ২৮ মার্চ দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষে ডেপুটি এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী জিনাত হক স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই প্রতিবেদন উপস্থাপন করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। বিটিআরসির পক্ষে ছিলেন খন্দকার রেজা-ই-রাকিব। পরে এ্যাডভোকেট মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপক্ষ বুধবার আদালতে বলেছে- স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা গেছে সেলফোনের টাওয়ারে রেডিয়েশনের মাত্রা অনেক বেশি অর্থাৎ উচ্চ মাত্রার।
×