ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

১০৯১ ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তি দিল মার্কেন্টাইল ব্যাংক

প্রকাশিত: ০৬:১০, ২৩ মার্চ ২০১৭

১০৯১ ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তি দিল মার্কেন্টাইল ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে ১০৯১ ছাত্রছাত্রীকে ‘মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষা বৃত্তি-২০১৫’ দেয়া হয়েছে। ২০১০ সাল থেকে শুরু হওয়া বার্ষিক এই বৃত্তির অংশ হিসেবে এ বছর ১ কোটি ২৪ লাখ ৯৮ হাজার টাকা শিক্ষাবৃত্তি দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ও ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী ও মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান শহিদুল আহ্সান। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান। বাণিজ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের যথাযথ অধ্যয়ন ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের সুযোগ্য নাগরিক হিসেবে দেশ সেবায় প্রস্তুত হতে হবে। তিনি মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল জলিলের স্মৃতিচারণ করেন এবং তার নামানুসারে ২০১০ সাল থেকে শুরু হওয়া মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক এই বৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যত শিক্ষাজীবনে অধিকতর ভাল ফল করতে অনুপ্রেরণা যোগাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। পরে সারাদেশ থেকে আগত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক ও সনদপত্র বিতরণ করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে মার্কেন্টাইল ব্যাংক এ বছর সর্বমোট ১০৯১ ছাত্রছাত্রীর মাঝে ১ কোটি ২৪ লাখ ৯৮ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
×