ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাঁথিয়ায় গৃহকর্মীকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৪:২৭, ২৩ মার্চ ২০১৭

সাঁথিয়ায় গৃহকর্মীকে গলা কেটে হত্যা

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২২ মার্চ ॥ সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে আতাউর রহমানের (৫৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আতাউর রহমান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মুনামারা গ্রামের গোলাই মোল্লার ছেলে। পুলিশ আব্দুস সালামকে এ ঘটনায় আটক করেছে। বুধবার সকালে পুলিশ আতাউর রহমানের গলাকাটা লাশ পাইকপাড়া মাঠ থেকে উদ্ধার করে। সাঁথিয়া থানার ওসি নাসির উদ্দিন জানান, মঙ্গলবার রাতে পাইকপাড়া গ্রামের সাইদুলের বাড়িতে গৃহকর্মী আতাউর রহমান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। বুধবার সকালে পাইকপাড়া গ্রামের মাঠে তার গলাকাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহত আতাউরের গৃহকর্তা সাইদুল ও স্থানীয় সালাম কসাইর মধ্যে জমির বিরোধ ছিল। এই বিরোধের জেরে আতাউরকে হত্যা করা হয়েছে সন্দেহে জমু সরকারের ছেলে আব্দুস সালাম কসাইকে আটক করেছে পুলিশ। যশোরে রহস্যজনক মৃত্যু স্টাফ রিপোর্টার যশোর থেকে জানান, সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে জহির হোসেনের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত জহির হোসেন সদর উপজেলার চাউলিয়া গ্রামের অকিল উদ্দিনের ছেলে। পাওনা টাকা চাওয়ার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে স্বজনদের অভিযোগ। জহিরের মামা সাইফুল ইসলামের অভিযোগ, পাওনা টাকা চাওয়ায় জহিরকে মারধর করে হত্যার পর মুখে বিষ ঢেলে দেয়া হয়েছে। জহির তার ভায়রা ভাই কচুয়া গ্রামের লিটন মোল্যার কাছ থেকে ৬০ হাজার টাকায় জমি বন্ধক নেন। কিন্তু লিটন সেই জমির ফসল ও বন্ধকের টাকা ফেরত না দিয়ে টালবাহানা শুরু করে। মঙ্গলবার সকালে জহির লিটনের কাছে পাওনা টাকা আনতে যায়। রাতে আমরা খবর পাই জহির কীটনাশক পান করেছে। রাজশাহীতে ঝুলন্ত লাশ স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, মহানগরীর হড়গ্রাম কোর্ট কলেজ এলাকায় বাসাবাড়িতে জাহিদের (৩৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে গলায় ফাঁস লাগানো অবস্থার তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহিদ চুয়াডাঙা জেলার হাজরা হাটি গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।
×