ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

পোশাক কর্মী ও শিশুসহ নিহত ৯

প্রকাশিত: ০৪:২৬, ২৩ মার্চ ২০১৭

পোশাক কর্মী ও শিশুসহ নিহত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ চট্টগ্রামে শিক্ষিকা, সাতক্ষীরায় শিশু, নওগাঁয় ভটভটিচালক ও যাত্রী, মাগুরায় মোটরসাইকেল আরোহী, নাটোরে রিক্সাভ্যান যাত্রী, নারায়ণগঞ্জে পোশাক কর্মী এবং মীরসরাইয়ে ট্রাকচালক ও হেলপার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর : চট্টগ্রাম ॥ নগরীর কোতোয়ালি থানার নতুন ব্রিজ এলাকায় ট্রাক চাপায় এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত সাকেরা বেগম (৪৭) পটিয়া উপজেলার উত্তর দেয়াং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। স্কুল শিক্ষিকা সাকেরা প্রতিদিনের মতো বুধবারও স্কুলের উদ্দেশে যাত্রা করেন। সকাল সাড়ে ৮টার দিকে শহরমুখী ট্রাক তাকে চাপা দিলে অকুস্থলেই তিনি মারা যান। তিনি রামু উপজেলার পশ্চিম মেনোরা গ্রামের জনৈক গিয়াস উদ্দিনের স্ত্রী। মীরসরাই, চট্টগ্রাম ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়ার পশ্চিম পোলমোগরা এলাকায় দাঁড়ানো ট্রাকের পেছন দিকে অপর ট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছে। মঙ্গলবার রাত আড়াইটার সময় এই দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা ॥ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় হুসাইন মির্জা (৬) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শ্যামনগর-সাতক্ষীরা সড়কের কালীগঞ্জ ব্রিজের উপর এ দুর্ঘটনাটি ঘটে। সে কালীগঞ্জ উপজেলার কলিজুগা গ্রামের মীর্জা শহীদুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু হুসাইন পরিবারের সঙ্গে রিক্সা যোগে বাড়ি থেকে নলতায় যাচ্ছিল ডাক্তার দেখানোর জন্য। কালীগঞ্জ ব্রিজের ওপর পেছন দিকে থেকে দ্রুতগামী ট্রাক তাদের বহনকারী রিক্সটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু হুসাইনের মৃত্যু হয়। নওগাঁ ॥ মঙ্গলবার সন্ধ্যায় পতস্নীতলা উপজেলার নজিপুর-নওগাঁ সড়কে যাত্রীবাহী বাস ও শ্যালোইঞ্জিন চালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে ভটভটির চালকসহ ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন- নজিপুর হরিরামপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ভটভটিচালক আব্দুস সালাম (৩৩) ও রাজশাহীর তানোর এলাকার তৈয়বুর রহমানের ছেলে ভটভটির যাত্রী সুমন হোসেন (৩০)। মাগুরা ॥ বুধবার দুপুরে শ্রীপুর উপজেলার ছাবিনগর গ্রামে কার্ভাডভ্যানের ধাক্কায় আকামত হোসেন (৫২) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আকামতের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুশবাড়িয়া গ্রামে। নাটোর ॥ হয়রতপুরে ট্রাক চাপায় আয়নাল শেখ নামে ভ্যানের ১ যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ৩ যাত্রী। আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার বেলা পৌনে ১১টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের হয়বতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রী হলেন সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের নীলচড়া গ্রামের নজির শেখের ছেলে। নারায়ণগঞ্জ ॥ ইপিজেড-ডেমরা সড়কে সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকায় বেকার পরিবহনের যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তানিয়া (২৮) নামে পোশাক কারখানার শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ যাত্রী আহত হয়েছে। নিহত তানিয়া আদমজী ইপিজেডের অনন্ত এ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিক। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল পৌনে আটটায় সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে।
×