ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাগমারা উপজেলা চেয়ারম্যান পেটালেন প্রকৌশলীকে

প্রকাশিত: ০৪:১৭, ২৩ মার্চ ২০১৭

বাগমারা উপজেলা চেয়ারম্যান পেটালেন প্রকৌশলীকে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুর বিরুদ্ধে প্রকৌশলীকে পেটানোর অভিযোগ উঠেছে। নিজ দফতরে ডেকে নিয়ে এসে তাকে পেটানো হয়। এই বিষয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বাগমারা জোনের প্রকৌশলী রেজাউল করিম। মঙ্গলবার রাতে তিনি সাধারণ ডায়েরি করেছেন। প্রকৌশলী রেজাউল করিম জানান, গত মঙ্গলবার সকালে উপজেলার ভবানীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি ফেরদৌস রহমানের নেতৃত্বে ৭-৮ ব্যক্তি নিজেদের উপজেলা চেয়ারম্যানের লোক পরিচয়ে তার দফতরে যান। তারা উপজেলার তেলিপুকুর গ্রামের একটি গভীর নলকূপের হর্সপাওয়ার ১৫ থেকে পরিবর্তন করে ৩০ করার দাবি করেন। সেচ কমিটির সভায় বিষয়টির অনুমোদন ছাড়া হর্সপাওয়ার পরিবর্তন সম্ভব নয় বলে প্রকৌশলী জানিয়ে দেন। এতে ওই লোকজন তার প্রতি চড়াও হন এবং হুমকি দিয়ে চলে আসেন। এই ঘটনার ঘণ্টা খানেক পর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু ওই প্রকৌশলীকে নিজ দফতরে ডেকে নেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি চেয়ারম্যানের দফতরে আসেন। এ সময় ওই গভীর নলকূপের হর্সপাওয়ার পরিবর্তনে তিনি কেন অপারগতা প্রকাশ করেছেন এই নিয়ে কৈফিয়ত চান। একপর্যায়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং কিছু বুঝে ওঠার আগেই চেয়ার থেকে উঠে এসে চড়-থাপ্পড় মারেন। এই ঘটনার পর তিনি নিজেকে নিরাপত্তাহীন মনে করে বর্তমানে রাজশাহী শহরে অবস্থান করছেন। রাতে তার উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সেখানে নিজের নিরাপত্তাহীনতার বিষয় উল্লেখ করেছেন। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু প্রকৌশলীকে মারধরের কথা অস্বীকার করে বলেন, তিনি (প্রকৌশলী) তার লোকজনের সঙ্গে খারাপ আচরণ করেন এবং সভা আহ্বান করেন না, এ জন্য তাকে সতর্ক করা হয়েছে। এর আগেও কর্মকর্তাদের মারধরের কারণে জাকিরুল ইসলাম সান্টুর বিরুদ্ধে থানায় ডায়েরি রয়েছে।
×