ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ নেতার গাড়ি ভাংচুর

প্রকাশিত: ০৬:২৯, ২২ মার্চ ২০১৭

আওয়ামী লীগ নেতার গাড়ি ভাংচুর

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ মঙ্গলবার সকালে জিলা স্কুল চত্বরে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের গাড়ি ভাংচুর হয়েছে। তবে ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। এ নিয়ে দুপুর পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়। গাড়ি ভাংচুরের ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশসহ সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে জেলা আওয়ামী লীগ সভাপতির নাতি স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র মানাত মাহমুদকে স্কুল থেকে বাড়ি নিতে আওয়ামী লীগ নেতার গাড়ি স্কুলের ভেতরে ঢুকে পড়ে। গাড়ি স্কুল ফটক দিয়ে ভেতরে ঢুকলেও দারোয়ান চালককে নিষেধ করেনি। এ সময় স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ গাড়ি দেখে ক্ষুব্ধ হয়ে চালককে গালিগালাজ করেন। চালকের সঙ্গে তার বাগবিত-া হয়। এক পর্যায়ে প্রধান শিক্ষকের সঙ্গে স্কুলের ছাত্ররা যোগ দেয় এবং ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে গাড়ি ভাংচুর করে। অভিযোগ করা হয়েছে, প্রধান শিক্ষক ছাত্রদের প্ররোচিত করেন। বিষয়টি জানাজানি হলে দলীয় কর্মীরা স্কুলের সামনে অবস্থান নিলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে স্কুলের ভেতরে ও বাইরে পুলিশ মোতায়েন করা হয়। এদিকে জেলা আওয়ামী লীগ সভাপতির গাড়ি ভাংচুরের ঘটনার পর সন্ধ্যায় শহরের সেউজগাড়ি এলাকায় স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ হয়েছে। কয়েক যুবক মোটরসাইকেলে এসে বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে জানালার কাঁচ ভেঙ্গে যায়।
×