ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৭০ বছরের নারীর কীর্তি

প্রকাশিত: ০৫:৪৩, ২১ মার্চ ২০১৭

৭০ বছরের নারীর কীর্তি

এক মার্কিন নারী তার ৭০তম জন্মদিন উদ্যাপন করতে ব্যতিক্রমধর্মী কীর্তি গড়েছেন। তিনি মাত্র সাত দিনে সাতটি মহাদেশে সাতটি ম্যারাথন ইভেন্টে দৌড়েছেন। চাও স্মিথ নামের ওই নারী অবশ্য ৪৮ বছর বয়স থেকে ম্যারাথন দৌড়ে অংশ নিচ্ছেন। কিন্তু সম্প্রতি তিনি অবিশ্বাস্য কীর্তির মাধ্যমে তার নিজের রেকর্ড ভেঙ্গে ফেলেন। ম্যারাথন এ্যাডভেঞ্চার্সের আয়োজনে ট্রিপল সেভেন কোয়েস্ট নামের ইভেন্টের সহযোগিতায় তিনি সাত দিন ধরে ৪২ কিলোমিটার করে দৌড়াতে বিশ্ব পরিভ্রমণ করেন। ২৫ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত স্মিথ পার্থ সিঙ্গাপুর, মিসর, নেদারল্যান্ডস, নিউইয়র্ক, চিলি ও এ্যান্টার্কটিকায় ম্যারাথন দৌড়ে তার টার্গেট পূর্ণ করেন। ট্রাভেল কোম্পানি ম্যারাথন এ্যাডভেঞ্চার্সের মালিক ও দৌড়ের আয়োজক স্টিভ হিবস বলেন, স্মিথ অনেক প্রতিবন্ধকতা পার করেছেন এবং তাকে এ বয়সে দৌড়াতে ও টার্গেট পূর্ণ করতে দেখা সত্যিই খুব দারুণ ব্যাপার। সাতটি মহাদেশে এ দৌড়ে স্মিথের সঙ্গে আরও নয়জন অংশ নেন। স্মিথ সাত মহাদেশে দৌড়াতে আট মাস প্রশিক্ষণ নিয়েছেন। প্রতি সপ্তাহে তিনি ১৫ থেকে ১৩০ মাইল পর্যন্ত দৌড়েছেন। তিনি এখনও পূর্ণাঙ্গ দৌড় পাঁচ ঘণ্টা ৫১ মিনিটে শেষ করতে পারেন। সিএনএন
×