ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে চুমকি

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শপথ নিন

প্রকাশিত: ০৪:৫৩, ২১ মার্চ ২০১৭

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শপথ নিন

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সকলকে শপথ নিতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু শাহাদাতবরণ করলেও তাঁর আদর্শ মরেনি। তাঁর আদর্শ সকলকে জানতে হবে। বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৭ উদ্যাপন উপলক্ষে ১৯ মার্চ রবিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় চুমকি এ কথা বলেন। এতে যুক্তরাষ্ট্রে বসবাসরত শতাধিক বাঙালী শিশু অংশ নেয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম এনডিসি। দিবসটি উপলক্ষে আলোচনার সূত্রপাত করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী, নিউইয়র্কের বিশিষ্ট নাগরিক, মিডিয়া প্রতিনিধিসহ বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×