ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফারমার্স ব্যাংকের রিক্সাশ্রমিক দ্বিগুণ সঞ্চয় প্রকল্পের উদ্বোধন

প্রকাশিত: ০৪:০৭, ২১ মার্চ ২০১৭

ফারমার্স ব্যাংকের রিক্সাশ্রমিক দ্বিগুণ সঞ্চয় প্রকল্পের উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ‘রিক্সা চালাই টাকা জমাই, ৬ বছরে দ্বিগুণ পাই’ এই সেøাগানকে সামনে রেখে এবং রিক্সা ও ভ্যান চালকদের সঞ্চয়ের মনোভাব গড়ে তুলতে ‘এফবিএল রিক্সাশ্রমিক দ্বিগুণ সঞ্চয় প্রকল্প’ নিয়ে এসেছে নতুন প্রজন্মের দি ফারমার্স ব্যাংক লিমিটেড। সোমবার এ সঞ্চয় প্রকল্পের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মহিউদ্দিন খান আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ আতহ্ার, ব্যাংকের পরিচালক হাফিজুর রহমান সরকার। অনুষ্ঠানে জানানো হয়, রিক্সা চালক/ভ্যান চালকরা কষ্টার্জিত আয় থেকে সামান্য কিছু সঞ্চয় করতে পারেন যা ভবিষ্যতে তাদের অপদকালীন সময়ে সহায়ক হবে। তারা নিজেরা সঞ্চয়ী অভ্যাস গড়তে পারবে। তাছাড়া যদি রিক্সা চালক/ভ্যান চালকবৃন্দ অন্য পেশায় নিজেদের নিয়োজিত করতে চায় তাহলে এই সঞ্চয় তাদের পেশা পরিবর্তনে সহায়ক হবে এবং তাদের পেশা পরিবর্তনে সহায়ক হবে। ড. মহিউদ্দিন খান আলমগীর বলেন, নগরীতে ১৫ লক্ষ রিক্সা ও ভ্যানচালককে সঞ্চয়ের মনোভাব গড়ে তুলতে এই প্রকল্প হাতে নেয়া হয়েছে। ভবিষ্যতে গার্মেন্টস বিভিন্ন খাতের মানুষকে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে নানামুখী প্রকল্প হাতে নেয়া হবে। এতে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে সামাজিক উন্নয়নও এগিয়ে যাবে। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ কে এম শামীম বলেন, সপ্তাহের যে কোন দিন ৫০ বা ১০০ টাকা ব্যাংকে জমা রাখতে পারবেন একজন রিক্সাচালক। প্রতিমাসে ৪ সপ্তাহের টাকা একসঙ্গেও জমা রাখা যাবে। ৬ বছর পর এই প্রকল্পে যে অর্থ জমা হবে তার দ্বিগুণ টাকা পাবেন রিক্সাচালকরা। এছাড়া অসুস্থ অবস্থায় অথবা বিশেষ প্রয়োজনে ন্যূনতম হারে এফবিএল ব্যাংক ঋণের ব্যবস্থা করার কথা জানান এমডি। তিনি বলেন, দুর্ঘটনায় রিক্সাশ্রমিক অচল হয়ে গেলে (সিভিল সার্জনের সার্টিফিকেট সাপেক্ষে) এলবিএল পুরো টাকা ঐ শ্রমিককে ব্যাংকের সিএসআর ফান্ড থেকে সাহায্য হিসেবে প্রদান করবে। হিসাবধারীর মৃত্যুতে তার উত্তরাধিকারী হিসাবটি পূর্ণ মেয়াদ পর্যন্ত চালিয়ে যেতে পারবেন।
×