ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘দিশা’ আমার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট : অপ্সরা সুহি

প্রকাশিত: ০৫:০৩, ১৯ মার্চ ২০১৭

‘দিশা’ আমার ক্যারিয়ারে  টার্নিং  পয়েন্ট : অপ্সরা সুহি

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের সম্ভাবনাময় অভিনেত্রী ও মডেল অপ্সরা সুহি। একাধিক নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করে অভিনয়শিল্পী হিসেবে নিজের মেধার পরিচয় দিয়েছেন। কুষ্টিয়ার মেয়ে অপ্সরা সুহি। নাট্য পরিচালক জিএম সৈকতের মাধ্যমে ২০১৫ সালে টিভি মিডিয়ায় যাত্রা শুরু হয়। এরপর দুই বছরের মধ্যে একাধিক ধারাবাহিক, খ- নাটক ও টেলিফিল্মে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। বাংলাদেশ-ভারতের জনপ্রিয় শিল্পীদের নিয়ে ‘মন যেখানে হৃদয় সেখানে’ টেলিফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। নাটকটি এটিএনবাংলায় প্রচারের পর ব্যাপক প্রশংসিত হয়। এছাড়া সম্প্রতি বৈশাখী টিভির ধারাবাহিক ‘লেডি গোয়েন্দা’ নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। অচিরেই প্রচার শুরু হতে যাচ্ছে নির্মাতা জিএম সৈকতের নতুন মেগা ধারাবাহিক ‘দিশা’। বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় শিল্পীদের নিয়ে মেগা ধারাবাহিকটি নির্মাণ করা হচ্ছে। খুব শীঘ্রই নাটকটি একটি বেসরকারী চ্যানেলে প্রচার শুরু হবে বলে জানা গেছে। এ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করছেন অপ্সরা সুহি। এ প্রসঙ্গে সুহি বলেন, আমি আমার গুরু জিএম সৈকত স্যারের প্রতি কৃতজ্ঞ। কারণ তার হাত ধরে শিল্পী ঐক্যজোটের সঙ্গে যুক্ত হই। বলা যায় তিনিই আমাকে মিডিয়াতে কাজের সুযোগ করে দিয়েছে। তার আন্তরিকতার কারণে দুই আড়াই বছরে এতগুলো কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। এর মধ্যে বেশকিছু ধারাবাহিক, টেলিফিল্ম ও একক নাটকে অভিনয় করেছি। আমিন খান, ইমন, নিলয়, তানভীর, শাহরিয়ার নাজিম জয় ভাইয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা হয়েছে। নতুন নাটক ‘দিশা’ প্রসঙ্গে সুহি বলেন ‘দিশা’ আমার প্রথম মেগা ধারাবাহিক। এই নাটকটি প্রচার হলে আমাকে নতুনভাবে দেখতে পাবে দর্শকরা। নাটকটি আমার ক্যারিয়ারের জন্য একটি টার্নিং পয়েন্ট হবে। নাটকের প্রধান চরিত্রে কাজের সুযোগ করে দেয়ার জন্য নির্মাতা জিএম সৈকতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সুহি বলেন- ছোটবেলা থেকে সংস্কতি অঙ্গনে কাজের প্রতি আগ্রহ ছিল। ছোটবেলায় নাচ শিখেছি কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে। সেই সময়ে থেকেই অভিনয়ের প্রতি আমার দুর্বলতা তৈরি হয়। ঢাকায় এসে জিএম সৈকতের মাধ্যমে সেই সুযোগটা যেহেতু পেয়েছি সেটা ভালভাবে কাজে লাগাতে চাই। সুহি বলেন, আমি আসলে অভিনয়টাই করতে চাই। এজন্য নিজেকে সব সময় প্রস্তত রাখি। সামনে আরও একাধিক ধারাবাহিক এবং খ- নাটকে অভিনয় করতে যাচ্ছি। অভিনয়ের পাশাপাশি শিল্পী ঐক্যজোটের হয়ে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভাল কাজ দিয়ে আপনাদের মাঝে বেঁচে থাকতে পারি।
×