ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কারাগারে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

প্রকাশিত: ০৮:২৮, ১৮ মার্চ ২০১৭

কারাগারে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

স্টাফ রিপোর্টার ॥ দেশে প্রথমবারের মতো সকল কারাগারে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে কারা বিভাগ। এ উপলক্ষে কারাভ্যন্তরে মায়ের সঙ্গে আটক সকল শিশুকে উন্নতমানের খাবার, চকলেট, নতুন পোশাক ও খেলার সামগ্রী প্রদান করা হয়। বিভিন্ন কারাগারে তৈরি ডে কেয়ার সেন্টারগুলো সমাজসেবা অধিদফতর ও কারাগারের সহায়তায় পরিচালিত হয়। এছাড়া বিভিন্ন কারাগারের কর্মকর্তা কর্মচারীদের শিশু সন্তানদের নিয়ে খেলার আয়োজন করা হয়। এতে বিজয়ীদের মাঝে পুরস্কারও বিতরণ করা হয়। বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে অনুর্ধ ৬ বছর বয়সী শিশুরা মায়ের সঙ্গে আটক রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে দেশের সবচেয়ে বেশী মায়ের সঙ্গে আটক শিশু কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শাজাহান আহমেদ জনকণ্ঠকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এই প্রথমবারের মতো কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনের নির্দেশে সারাদেশের কারাগারে গুরুত্বের সঙ্গে পালন করা হয়েছে। বর্তমানে এ কারাগারে মোট ৪৬ জন ছেলে ও মেয়ে শিশু রয়েছে।
×