ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রবিউল হুসাইন এর ছড়া-কবিতা

প্রকাশিত: ০৫:৫৭, ১৮ মার্চ ২০১৭

রবিউল হুসাইন এর ছড়া-কবিতা

আজ তাঁর জন্মদিনে এমন একটি ঘটনা আজ বলবো আমি তোমাদের যেটা জানলে বুঝবে তোমরা বিষয়টা কি সাহসের! তখন সেদিন স্কুলের মাঠে মন্ত্রী আসবেন বার্ষিক সভার পুরস্কার দিতে টুঙ্গিপাড়ায় ছাত্র-শিক্ষক আমজনতার মুখোমুখি হয়ে যখন বক্তৃতা দিতে শুরু করেন তখন তাঁকে থামিয়ে দিয়ে খোকা বলে একটু শোনেন আগে বলেন কেমন করে ছাদের পানি বন্ধ হবে তা না হলে ক্লাসে সবার বই-খাতা যে ভিজে যাবে এমন ছিলেন শেখ মুজিব খোকা তার আদুরে নাম আজ তাঁর জন্মদিনে বঙ্গবন্ধু হাজার সালাম। স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা মানে না অধীনতা বাঙালি যে মুক্ত স্বপ্ন নয় সুপ্ত বাস্তবে তার রূপ ফুটেছে কি অপরূপ চারিদিকে অনাবিল সবুজ টিয়া ঘুঘু চিল চড়ুই শালিক উড়ে উড়ে গান গায় গলা ছেড়ে ছেলে মেয়ে হাতে ধরে ঘুরে ঘুরে খেলা করে পিছে পিছে প্রজাপতির রঙিন পাখা ধরিত্রীর এমনি করে সারাদিন নেচে নেচে তাধিন ধিন বারে বারে আসুক ফিরে বাঙালিদের জীবন ঘিরে সুখ শান্তি জয় জয় স্বাধীনতা সব সময় বাংলাদেশের সত্তায় মিশে আছে আত্মায়।
×