ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জন্মদিনে জনককে স্মরণ

প্রকাশিত: ০৩:৫৫, ১৮ মার্চ ২০১৭

জন্মদিনে জনককে স্মরণ

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সারাদেশে নানা কর্মসূচী পালিত হয়। এসব কর্মসূচীর মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, শিশুদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনের সূচনায় সব জেলা উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি, ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রশাসনসহ সরকারী-বেসরকারী দফতর এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : চট্টগ্রাম যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতায় শুক্রবার চট্টগ্রামে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে সরকারী, স্বায়ত্তশাসিত, আধা সরকারী প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ছিল বিশেষ আয়োজন। এছাড়া আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনগুলোর উদ্যোগেও দিনভর ছিল কর্মসূচী। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর ডিসি হিল নজরুল স্কয়ারে সকালে আয়োজন করে শিশু কিশোর সমাবেশ। এতে ১০ হাজারেরও অধিক শিশু কিশোর অংশগ্রহণ করে। সমাবেশে বঙ্গবন্ধুর জন্মদিনের কেককাটা, সমবেত সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, নাটক পরিবেশিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ইমারাতুন্নেসা কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণীর ছাত্রী হুমায়রা জাহান পৃথিবী সভাপতিত্ব করেন। পশ্চিমনাছিরাবাদ আবদুল হাকিম সিটি কর্পোরেশন কিন্ডারগার্টেনের শিশু শিক্ষার্থী উম্মে মালিহার উপস্থাপনায় বিশাল এ শিশু কিশোর সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বক্তব্য রাখেনÑ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী। মেয়র বেলুন উড়িয়ে জাতির পিতার ৯৮তম জন্মদিন ও শিশুদিবসের কর্মসূচীর সূচনা করেন। সমাবেশের পূর্বে তিনি মেয়র নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। চসিক মেয়র বলেন, বঙ্গবন্ধু কেবলমাত্র বাংলা ও বাঙালীর নেতা ছিলেন না। তিনি ছিলেন বিশ্ব সম্প্রদায়ের নেতা। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সকালে সার্কিট হাউস থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ‘বঙ্গবন্ধুর জন্মদিন, বাংলাদেশের খুশির দিন’ ব্যানারে এ শোভাযাত্রা শিল্পকলা একাডেমিতে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা। জেলা প্রশাসক সামসুল আরেফিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সরোয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা। আলোচনা করেন সাংবাদিক কবি আবুল মোমেন, মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডার মোঃ সাহাব উদ্দিন, নগর কমান্ডার মোজাফফর হোসেন প্রমুখ। এছাড়া আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের ব্যানারেও বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের ব্যাপক কর্মসূচী ছিল। সিলেট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়। এ উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের জনতা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টায় পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম, সিলেট রেঞ্জের ডি আই জি কামরুল আহসান বিপিএম, মেট্রোপলিটন পুলিশ সুপার গোলাম কিবরিয়া, সিলেট জেলা প্রশাসক রাহাত আনোয়ার, জেলা পরিষদের প্রতিনিধিগণ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা ও মহানগর মুক্তিযুদ্ধা কমান্ড ইউনিট, সিভিল সার্জন, স্বাধীনতা ব্যাংকার পরিষদসহ অনেকে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে পুষ্পস্তবক অর্পণ শেষে সিলেট ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতার জন্মদিনে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। রাজশাহী ব্যাপক কর্মসূচী পালন করেছে রাজশাহী জেলা প্রশাসন। এছাড়াও আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচী পালন করে। বেলা ১১টার দিকে নগরীর কুমারপাড়ার স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ ও রাজশাহী এ্যাডভোকেট বারের সদ্য নির্বাচিত নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল দলীয় কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠান, শোভাযাত্রা ও সন্ধ্যায় আলোচনা সভা। জেলা আওয়ামী লীগ রক্তদান কর্মসূচীসহ বিভিন্ন অনুষ্ঠান পালন করে। বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানসংলগ্ন জাতীর জনকের ম্যুরালে আলোক প্রজ্বলন এবং পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। ম্যুরালে শুরুতেই পুষ্পমাল্য অর্পণ করেন সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ। এরপর বিভাগীয় কমিশনার মোঃ গাউস, ডিআইজি শেখ মারুফ হাসান, পুলিশ কমিশনার এস এম রুহুল আমীন, জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান, পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামানসহ বিভিন্ন সরকারী দফতরের পদস্থ কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। শুক্রবার সকাল আটটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকাদার মোঃ ইউনুস এমপি। সকাল নয়টায় মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। খুলনা প্রশাসন, আওয়ামী লীগ, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), কেসিসিসহ বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে পৃথকভাবে শুক্রবার খুলনায় উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস। রাঙ্গামাটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়েছে। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়েছে। পরে আলোচনা সভা জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এতে জেলা প্রশাসক সাবিনা আলম ও এডিসি (জেনারেল) মোঃ এমরান হোসেনের নেতৃত্বে সকালে এক বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এ্যাডভোকেট আবু জাহিরসহ শিশু থেকে শুরু করে সরকারী-বেসরকারী কর্মকর্তা এবং নানা পেশার হাজারো নারী-পুরুষ। লক্ষ্মীপুর শুক্রবার জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত শিশু সমাবেশে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী। এসব কর্মসূচীতে অংশ নেন, অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, পৌর মেয়র মোঃ আবু তাহের, সিভিল সার্জন ডাঃ মোস্তফা খালেদ আহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মাস্টার রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যা আল মামুন প্রমুখ। বগুড়া সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি শেষে জিলা স্কুল মাঠে শিশু সমাবেশে ‘বঙ্গবন্ধুর জন্মদিন বাংলাদেশে খুশির দিন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলার মুখ জেলা শাখার আয়োজনে শহীদ খোকন পার্কে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা ও কুইজ প্রতিযোগিতা, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে একই স্থানে। শিশু একাডেমি জেলা পরিষদ মিলনায়তনে শিশুদের অনুষ্ঠানের আয়োজন করে। বগুড়া মেডিক্যাল কলেজ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী এবং বহির্বিভাগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে। জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর প্রধান সড়কে র‌্যালি প্রদক্ষিণের পর সমাবেশ করে। মুন্সীগঞ্জ শোভাযাত্রায় সর্বস্তরের মানুষের ঢল নামে। শুক্রবার সকালে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রা বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিশেষ দোয়া, কেককাটা এবং সেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ৭ মার্চের ভাষণ এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনÑ কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে এসব কর্মসূচীতে অংশ নেন আরও অংশ নেন পুলিশ সুপার জায়েদুল আালম পিপিএম, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মীর মাহফুজুল হক, সিভিল সার্জন মু সিদ্দিকুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামান, পৌর মেয়র ফয়সাল বিপ্লব, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর গাজী মোঃ তাওহিদুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার হোসেন বাবুল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা পল্লীবিদ্যুত সমিতির সভাপতি এম এ কাদের মোল্লা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু ও মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ। কুড়িগ্রাম শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল ও দোয়া শেষে কেক কেটে দিবসটির শুভ সূচনা করা হয়। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী, সহ-সভাপতি চাষী করিম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আব্রাহাম লিংকন, ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুন্নবী সাগর, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাল্গুনি তরফদার প্রমুখ। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কলেজ মোড়ের স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে শিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর জীবনী রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রাজবাড়ী সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা দোয়া ও মোনাজাত এবং র‌্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রাজবাড়ীÑ১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী বক্তব্য রাখেন। নীলফামারী শুক্রবার সকাল ১০টায় শহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় শিশু কিশোর সমাবেশ ও শিশুমেলা। মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা সভা। এ ছাড়া ওই চত্বরে দিনভর আয়োজন চলছে শিশু স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য সর্ম্পকে চিত্রাঙ্কন, রচনা, গল্প বলা ও নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ জে এম এরশাদ আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেনÑ সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু বাশার আতিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, নারী নেত্রী রাবেয়া আলিম, জেলা শিশু একাডেমির কর্মকর্তা মোস্তাক আহমেদ ও শিশুদের পক্ষে মোজাহিদুল হক। নাটোর শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগসহ সরকারী বেসরকারী বিভিন্ন সংগঠন। এ সময় আলোচনা সভায় জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, শুধু দলীয়ভাবে নয়, যাতে সবাই একসঙ্গে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে পারে সে জন্যই এই ম্যুরাল স্থাপন করা হয়েছে। প্রতি বছর এই ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়েই বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে দিবসের কর্মসূচী শুরু করা হবে। পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত। এদিকে, দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শহরের সরকারী বালিকা বিদ্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারী এনএস কলেজ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট স্থানীয় স্বাধীনতা উদ্যানে সকালে শিশু সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ডাঃ মোজাস্মেল হোসেন এমপি। বক্তব্য দেন এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, পুলিশ সুপার পংকজ কুমার রায়, সিএস ডাঃ অরুন কুমার ম-ল প্রমুখ। দিনব্যাপী অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল-শিশু পরিবার-এতিমখানা-জেলখানায় উন্নতমানের খাবার পরিবেশন, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গীতি নাট্য পরিবেশনসহ আরও নানা আয়োজন। মাগুরা সকালে কালেকটরেট প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। নোমানী ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শ্রদ্ধা নিবেদন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি, জেলা প্রশাসক মাহবুবর রহমান, পুলিশ সুপার মুনিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগ সভাপতি তানজেল হোসেন খানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, শিশুদের রচনা, হাতের লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মাদারীপুর কর্মসূচীর মধ্যে ছিল জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শিশু সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি, চিত্রাঙ্কনসহ শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও প্রার্থনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম এমপি, জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার সরোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, সৈয়দ আবুল বাশার, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে এবং জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। লালমনিরহাট সকালে লালমনিরহাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে অস্থায়ী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জালি, কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাডভোকেট সফুরা বেগম রুমী। জেলা প্রশাসক আবুল ফয়েজ আলা উদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, ক্যাপ্টেন (অব) আজিজুল হক বীর প্রতীক। খাগড়াছড়ি সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে কেক কাটা শেষে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে টাউন হলের সামনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। অপরদিকে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শিশুদের র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে আবার টাউন হলের সামনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক রাশেদুল হক ও পুলিশ সুপার আলী আহমেদ খানসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ঝিনাইদহ সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র সাইদুল করিম মিন্টুসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের পুরাতন ডিসিকোর্ট চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুল হাই এমপি, পুলিশ সুপার মিজানুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মোঃ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ ম-ল, অতিরিক্ত সুপার আজবাহার আলী শেখ, ডাঃ কানিজ হোসেন জাহান, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাহ মোহাম্মদ আকরামুল হক ও সিভিল সার্জন ডাঃ রাশেদা সুলতানা। অনুষ্ঠান পরিচালনা করেন এনডিসি মিজাবে রহমত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরনাহার বেগম। বরগুনা শুক্রবার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। পরে বরগুনা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক ড. বশিরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ্যাডভোকট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন, পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম, সিভিল সার্জন ডাঃ যসিম উদ্দিন হাওলাদার, মহিলা কলেজের অধ্যক্ষ আবদুস ছালাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসনেয়ারা চম্পা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, পৌর মেয়র শাহাদাত হোসেন, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার আঃ রশিদ ও ডেপুটি কমান্ডার মোতালেব মৃধা প্রমুখ। চাঁদপুর শুক্রবার সকাল ১০টায় শহরের অঙ্গীকার পাদদেশে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দান করেন। সকাল সাড়ে ১০টায় হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একামেডিতে গিয়ে শেষ হয়। শিশু সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুস সবুর ম-ল, জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগ সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। সমাবেশ সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাই। সুনামগঞ্জ সকালে জেলা প্রশাসনের আয়োজনে বণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম¥দ সাদিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার হারুন অর রশিদ, সিভিল সার্জন আশুতোষ দাশ ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোমেন প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া শুক্রবার সকালে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী। উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় সুর সম্রাট আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, ব্রাহ্মণবাড়িযা পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। ঠাকুরগাঁও শুক্রবার ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ দিনব্যাপী পৃথকভাবে নানান কর্মসূচী পালন করেছে জেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে কালেক্টরেট চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে সেখানে জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ শাহজাহান নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, জেলা আওয়ামী লীগ নেতা সাদেক কুরাইশী প্রমুখ। নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে র‌্যালি শিশু-কিশোরদের নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে মিলিত হয়। পরে সেখানে এক আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শিশু আবরার তাসিন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। আলোচনা সভায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার আমেনা বেগম, সিভিল সার্জন ডাঃ রাজিয়া সুলতানা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বির্ক) আ.ন.ম ফয়জুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান শাহিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সূর্য্যকান্ত দাস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান। এর আগে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যরা। নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। সকালে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, সদর উপজেলা পরিষদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, রেডক্রিসেন্ট সোসাইটি, উদীচী, শতদল, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন শহরের মুক্তমঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল সাড়ে ন’টায় বের করা হয় আনন্দ র‌্যালি। সকাল ১০টায় পাবলিক হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, আওয়ামী লীগ নেতা নূর খান মিঠু, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন প্রমুখ। জামালপুর শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ জামালপুর বৈশাখী মেলা মাঠের মুক্তমঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেখান থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে জামালপুর পৌর পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই ৯৮ পাউন্ড ওজনের কেক কাটা হয়। জেলা প্রশাসক শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ রেজাউল করিম হীরা, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জামালপুর পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, যুগ্মসাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা, সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু প্রমুখ। নওগাঁ জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে। এদিন সকালে জিলা স্কুল মাঠে এ উপলক্ষে ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা ওড়ানো হয়। পরে স্কুল থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরনো কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে ফেস্টুন ও পায়রা ওড়ানো এবং শোভাযাত্রার উদ্বোধন করেন মোঃ আব্দুল মালেক এমপি। জেলা প্রশাসনের আয়োজনে সেখানে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, সিভিল সার্জন ডাঃ রওশন আরা খানম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ.ত.ম আবদুল্লাহেল বাকী, অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) মুহাম্মদ রাশিদুল হক বক্তব্য রাখেন।
×