ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এ বছরেই চারঘাট বাঘায় শতভাগ বিদ্যুত ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৩:৫৪, ১৮ মার্চ ২০১৭

এ বছরেই চারঘাট বাঘায় শতভাগ  বিদ্যুত ॥ পররাষ্ট্র  প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চলতি বছরের মধ্যেই চারঘাট-বাঘা উপজেলার সব বাড়িতে বিদ্যুতের আলো পৌঁছে দেয়ার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। তিনি বলেন, এ বছরের পর আর একটি বাড়িও অন্ধকারে থাকবে না। বিদ্যুতের জন্য আর কাউকে দৌড়ঝাঁপ করতে হবে না। বিদ্যুত বিভাগের লোকজনই এখন সংযোগ দেয়ার জন্য দৌড়াবেন। শুক্রবার দুপুরে জেলার চারঘাট উপজেলার ভায়ালক্ষিপুর ইউনিয়নের রায়পুর গাঙ্গুলিপাড়ায় নতুন বিদ্যুতায়নের উদ্বোধন শেষে অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। প্র্রতিমন্ত্রী বলেন, চলতি বছরের মধ্যে চারঘাট-বাঘায় শতভাগ বিদ্যুতায়ন করা হলেও আগামী ২০১৯ সালের মধ্যে সারাদেশে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিরাম কাজ করে যাচ্ছেন। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি আরও বলেন, বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। তাই কাজ করে বর্তমান সরকার জনগণের আস্থা অর্জন করতে সামর্থ্য হয়েছে। ভায়ালক্ষিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, নাটোর পল্লী বিদ্যুত সমিতি-২-এর জিএম নিতাই কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯টি গ্রামের ৩৯৬টি বাড়িতে ১৮ কোটি ১ লাখ ৭৪ হাজার ব্যয়ে নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন।
×