ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কেড়ে নেয়া বিদ্যুত সরঞ্জাম উদ্ধার ॥ আটক এক

প্রকাশিত: ০৪:৪৪, ১৭ মার্চ ২০১৭

কেড়ে নেয়া বিদ্যুত সরঞ্জাম উদ্ধার ॥ আটক এক

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১৬ মার্চ ॥ যশোর পল্লী বিদ্যুত সমিতি-২ এর কেশবপুর জোনাল অফিসের আওতাধীন মজিদপুর গ্রামে নতুন লাইন নির্মাণ কাজে বাধা প্রদান ও শ্রমিকদের মারপিট করার ঘটনা ঘটেছে। সোমবার এ ঘটনার সময় বিদ্যুতের তার ও সরঞ্জাম কেড়ে নেয়া হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার রাতে মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে পুলিশ আটক ও কেড়ে নেয়া বিদ্যুতের তার ও সরঞ্জাম উদ্ধার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, কেশবপুরে শতভাগ বিদ্যুতায়নের আওতায় চলতি বছরের জানুয়ারি মাসে উপজেলার মজিদপুর গ্রামে আধা কিলোমিটার নতুন লাইন নির্মাণের কাজ শুরু করে যশোরের মেসার্স পিয়াল এন্ড কোম্পানি। এ সময় ওই গ্রামের মৃত আফছার আলী মোড়লের ছেলে নুর আলী মোড়ল পিলার বসানোর কাজে বাধা সৃষ্টি করে। পরবর্তীতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিশ্বনাথ শিকদার, নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন, যশোর পল্লী বিদ্যুত সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধা, এলাকা পরিচালক মোতাহার হোসেন, ঠিকাদার জামাল উদ্দিন টুটুলসহ কর্মকর্তারা দুই দফা ঘটনাস্থল পরিদর্শন করে বাঁধা প্রদানকারীর চাহিদা মোতাবেক কয়েকটি পিলার স্থানান্তরের ব্যবস্থা করা হয়। স্কুলছাত্র নিহতের ঘটনায় মানববন্ধন স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ বিদ্যানিকেতন হাইস্কুলের দ্বিতীয় শ্রেণীর রূপক নন্দী সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে ও ঘাতক অটো রিক্সাচালক এবং নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসকের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ওই স্কুলের সহপাঠী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন শেষে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় নিমর্মভাবে রূপক নন্দীকে গুরুতর আহত করা হয়েছে।
×