ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সভাপতি পদ নিয়ে দ্বন্দ্ব

হামলায় শিক্ষক আহত ॥ ক্লাস বর্জনের ঘোষণা

প্রকাশিত: ০৪:৪০, ১৭ মার্চ ২০১৭

হামলায় শিক্ষক আহত ॥ ক্লাস বর্জনের ঘোষণা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট ডিগ্রী কলেজের সাবেক সভাপতি ও দলবলের হামলায় মাহমুদ আক্তার নামের এক শিক্ষক আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শাহাদুল হকের নেতৃত্বে দলবল নিয়ে কলেজে গিয়ে হামলা চালায়। এ নিয়ে শিক্ষকদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে শিক্ষকরা মানববন্ধন কর্মসূচী পালন করে ক্লান বর্জনসহ তিন দিনের প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করে। কলেজের শিক্ষকরা জানান, কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শাহাদুল হক একই কলেজের শিক্ষক সেলিম রেজার সহায়তায় ৫০/৬০ জন বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে লাঠি সোটা হাতে কলেজে প্রবেশ করে। কলেজে প্রবেশ করে তার সভাপতি পদ বৈধ আছে বলে কলেজে তারা হাইকোর্টের একটি রিটের কাগজ দেখান। এই নিয়ে কলেজের অনন্যা শিক্ষকদের সঙ্গে বাগ্বিত-া শুরু হয়। এক পর্যায়ে সাবেক সভাপতি শাহাদুল হক গ্রুপের লোকজন মাহমুদ আক্তার নামে কলেজের প্রভাষকের ওপর হামলা করে। এ সময় কলেজের মধ্যেই তার শার্ট ছিঁড়ে ব্যাপক মারধর করা হয়। এ সময় অন্য শিক্ষকরা এগিয়ে এলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। পরে বিক্ষুব্ধ শিক্ষকরা কলেজের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে মানববন্ধনের চেষ্টা করলেও সেখানেও পুলিশ বাধা দেয়। এ সময় ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর শিক্ষকরা কলেজের ভেতর প্রতিবাদ সভা করে ক্লাস বর্জনের কর্মসূচী ঘোষণা করেন। শিক্ষকের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে শনিবার থেকে ক্লাস বর্জন ও কালো ব্যাচ ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে হামলার ঘটনা পুরো অস্বীকার করে কলেজের সাবেক সভাপতি শাহাদুল হক বলেন, হামলার বিষয়টি সঠিক নয়।
×