ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা

প্রকাশিত: ০৬:২৬, ১৬ মার্চ ২০১৭

শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা

শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ প্রথম অধ্যায় (বহুনির্বাচনি প্রশ্ন) ১। শারীরিক শিক্ষার চারিত্রিক গুনাবলি অর্জনের উদ্দেশ্য- (র) আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া (রর) বন্ধুসুলভ মনোভাব গড়ে ওঠা (ররর) আনুগত্যবোধ ও নৈতিকতা বৃদ্ধি পাওয়া। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ২। সেবা ও আত্মত্যাগ শারীরিক শিক্ষায় কোন ধরনের উদ্দেশ্য ? (ক) শারীরিক সুস্থতা (খ) মানসিক বিকাশ (গ) সামাজিক গুনাবলী (ঘ) চারিত্রিক গুনাবলী। ৩। শারীরিক শিক্ষার গুনাবলীর মাধ্যমে অর্জন করা যায়- (র) সামাজিক গুনাবলী (রর) চারিত্রিক গুনাবলী (ররর) রাজনৈতিক গুনাবলী। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ৪। শারীরিক শিক্ষার কর্মসূচী প্রধানত- (ক) ৩ প্রকার (খ) ৪ প্রকার (গ) ৫ প্রকার (ঘ) ৬ প্রকার। ৫। মাধ্যমিক ও মাদ্রাসা স্তরের শারীরিক শিক্ষার শিক্ষকদের কোন কোর্স করানো হয়? (ক) ডিপ্লোমা কোর্স (খ) রিফ্রেসার্স কোর্স (গ) রিক্রেশন কোর্স (ঘ) এনাটমি কোর্স। ৬। শরীরচর্চা বা খেলাধুলার মাধ্যমে- (র) নেতৃত্ব ও ব্যক্তিত্ব গঠন সম্ভব হয় (রর) দেহের প্রক্রিয়াগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হয়। (ররর) সামাজিক মর্যাদা ক্ষুন্ন হয়। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ৭। নেতৃত্ব ও ব্যক্তিত্ব গঠনে কার গুরুত্বপূর্ণ অবদান আছে ? (ক) সমাজ (খ) রাষ্ট্র (গ) শারীরিক শিক্ষার (ঘ) বিদ্যালয়। ৮। মানসিক ও আত্মিক পরিপূর্ণতার প্রয়োজন- (র) শিশুর মানসিক ও বুদ্ধিসত্তার ভিত গড়ে তোলা (রর) পড়াশুনার একঘেয়ামি দূর করা (ররর) দেশও সমাজের সংস্কৃতি সম্পর্কে পরিচয় ঘটায়। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ৯। গঁৎধষরং অর্থ কী? (ক) বাড়ি (খ) দেয়াল (গ) নিক্ষেপ (ঘ) প্রতিষ্ঠান। ১০। কিসের মাধ্যমে সহযোগিতার মনোভাব গড়ে উঠে? (ক) প্রতিযোগিতা (খ) সহানুভূতি (গ) পড়ালেখা (ঘ) আত্মনিয়োগ। ১১। ইন্ট্রামুরাল কোন ভাষার শব্দ? (ক) গ্রীক (খ) আরবি (গ) ল্যাটিন (ঘ) তুর্কি নিচের অনুচ্ছেদটি পড় এবং১২ও ১৩নং প্রশ্নের উত্তর দাওঃ শামীম শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা বইয়ে জেনেছে শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে। শারীরিক শিক্ষা দেহ ও মনের সুসামঞ্জস্য সাধন করে। শারীরিক শিক্ষা ছাড়া শিক্ষার পূর্ণতা আসেনা। চরিত্র গঠনে শারীরিক শিক্ষার গুরুত্বপূর্ণ অবদান আছে। ১২। আত্মিক সৌন্দর্য ও উৎকর্ষ সাধন করে নিচের কোনটি ? (ক) খেলাধুলা (খ) শিক্ষা (গ) শারীরিক শিক্ষা (ঘ) ভ্রমণ ১৩। শারীরিক শিক্ষার কাজ হলো- (র) দেহ ও মনের শক্তি জোগানো (রর) দেহ ও মনের সুসামঞ্জস্য সাধন করা (ররর) দেহ ও মনের মত করে চলা। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৪। কোন বস্তুর ওপর প্রযুক্ত বল ও তার প্রভাব সম্পর্কিত আলোচনাকে কী বলে ? (ক) বস্তুবিদ্যা (খ) বলবিদ্যা (গ) গতিবিদ্যা (ঘ) জীববিদ্যা। ১৫। লক্ষ্য কাল্পনিক আর উদ্দেশ্য হলো- (ক) বাস্তব (খ) চিন্তনীয় (গ) পরোক্ষ (ঘ) দ্বিধাদন্ধ। ১৬। শিক্ষার্থীর জৈবিকসত্তাকে সামাজিকসত্তায় রূপায়িত করা কাজ? (ক) প্রতিবেশি (খ) প্রশিক্ষক (গ) শিক্ষা প্রতিষ্ঠান (ঘ) সামাজিক সংগঠন ১৭। কী লাভের মধ্য দিয়ে একজন শিক্ষার্থী সুনাগরিক হিসেবে গড়ে উঠবে ? (ক) শারীরিক শিক্ষা (খ) সততা (গ) পিতামাতার আচরণ (ঘ) শিক্ষা। ১৮। মাসলো এর মতে শিক্ষার্থীর শারীরিক ও শরীরবৃত্তীয় প্রয়োজন কোনটি? (ক) সক্ষমতা ও কার্যক্ষমতা বৃদ্ধি (খ) একঘেয়ামি দূর করা (গ) সহযোগিতার মনোভাব গড়ে তোলা (ঘ) চারিত্রিক গুনাবলির প্রকাশ। ১৯। চারি দেয়ালের মধ্যে প্রতিযোগিতা আকারে যে সমস্ত খেলাধুলা হয় তাকে বলে- (ক) সার্ভিস প্রোগাম (খ) রবিন লীগ খেলা (গ) এক্সট্রামুরাল স্পোর্টস (ঘ) ইন্ট্রামুরাল স্পোর্টস। ২০। উদ্দেশ্য হলো গন্তব্যস্থলে পৌঁছানোর - (ক) সিঁড়ির এক ধাপ (খ) সংক্ষিপ্ত ধাপ (গ) সংক্ষিপ্ত ও নির্দিষ্ট পদক্ষেপ সমূহ (ঘ) চুড়ান্ত সিঁড়ি। ২১। আধুনিক শারীরিক শিক্ষার জন্ম- (ক) ইউরোপে (খ) আমেরিকায় (গ) ফ্রান্সে (ঘ) আফ্রিকায়। ২২। রেনেসাঁ শব্দের অর্থ কী ? (ক) নেতৃত্বের বিকাশ (খ) নবজাগরণ (গ) পুনজাগরণ (ঘ) সামাজিক বিকাশ। ২৩। লক্ষ্য হলোÑ (ক) চুড়ান্ত গন্তব্য স্থল (খ) চুড়ান্ত সিঁড়ি (গ) সিঁড়ির এক ধাপ (ঘ) পদক্ষেপ। ২৪। শারীরিক শিক্ষার সামাজিক প্রয়োজন কোনটি ? (ক) পিতামাতার সেবা (খ) শিক্ষকের আদেশ মেনে চলা (গ) সৌভাতৃত্ববোধ ও নেতৃত্বদানের ক্ষমতার বিকাশ (ঘ) নেশা থেকে দূরে রাখা। ২৫। প্রাত্যহিক সমাবেশ কর্মসূচি কোন কর্মসূচির অন্তর্ভুক্ত ? (ক) গ্রীক কর্মসূচি (খ) অত্যাবশ্যকীয় কর্মসূচি (গ) ল্যাটিন কর্মসূচি (ঘ) আন্তঃক্রীড়া কর্মসূচি। উত্তর ঃ ১(ঘ), ২(খ), ৩(ক), ৪(ক), ৫(খ), ৬(ক), ৭(গ), ৮(ক), ৯(খ), ১০(ক), ১১(গ), ১২(খ), ১৩(ক), ১৪(খ), ১৫(ক), ১৬ (গ), ১৭ (ক), ১৮ (ক), ১৯ (ঘ), ২০ (গ), ২১(ক), ২২(গ), ২৩(ক), ২৪(গ), ২৫(খ)।
×