ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জ শহরের প্রাণ কাটাখালী খাল কাটা শুরু

প্রকাশিত: ০৫:৫১, ১৫ মার্চ ২০১৭

মুন্সীগঞ্জ শহরের প্রাণ কাটাখালী খাল কাটা শুরু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ শহরের প্রাণ কাটাখালী খাল কাটা শুরু হয়েছে। মঙ্গলবার শোভাযাত্রা করে সর্বস্তরের মানুষকে নিয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। শহরের জেলা জেলাখানা সড়ক ও সার্কিট হাউস থেকে প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই খাল ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল। এই সুযোগে অনেকে বেদখল করেছে খালটি। ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত ঐতিহ্যবাহী খালটি। শহরে সৃষ্টি হয় জলাবদ্ধতার। এই পুরো খাল উদ্ধার এবং খালটি খনন করে পানি প্রবাহ চালু করে খালের প্রাণ ফিরিয়ে আনার পাশাপাশি সৌন্দর্য বর্ধনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে ১০ হাজার কিউবিক মিটার মাটি কাটা এবং খালের তীর বাঁধাই করে সেখানে পর্যটকদের বসার স্থান করা হবে। ‘সবুজে সাজাই মুন্সীগঞ্জ’ নামে কর্মসূচীর মাধ্যমে সভ্যতার জনপদ মুন্সীগঞ্জকে ড্রইংরুমের মতো সাজানোর পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। পরে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মীর মাহফুজুল হক, জেলা মুক্তিযোদ্ধা আনিস-উজ-জামান, সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল কবির মাস্টার প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু। হঠাৎ ক্লাসে গিয়ে শিক্ষিকাকে মারধর ॥ যুবক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৪ মার্চ ॥ প্রেম প্রত্যাখ্যান করায় চট্টগ্রামের পটিয়ায় এক শিক্ষিকাকে খুন্তি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করা হয়েছে। ওই শিক্ষিকার নাম মিসপা সুলতানা। সে উপজেলার নাইখাইন গ্রামের মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদের কন্যা। সে পূর্ব ডেঙ্গাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। মঙ্গলবার সকাল ১০টায় স্কুলে ক্লাস চলাকালে যুবক আহসানুল্লাহ টুটুল এই হামলা চালায়। টুটুল ওই এলাকার আনোয়ার হোসেনের পুত্র। আহত শিক্ষিকাকে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়। ঘটনার পর পরই পুলিশ বখাটে টুটুলকে গ্রেফতার করে। শিক্ষকদের মাঝে এই খবর ছড়িয়ে পড়লে শতাধিক শিক্ষক উপজলা নির্বাহী অফিস এলাকায় বিক্ষোভ করে, পরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে মিছিলসহকারে পটিয়া থানা ঘেরাও করে। জানা গেছে, স্কুলে যাতায়াতের সময় টুটুল প্রায়ই তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। এক পর্যায়ে টুটুল প্রেমের প্রস্তাব দেয়। প্রেমের এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় টুটুল ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকালে ক্লাসরুমে ঢুকে লোহার খুন্তি দিয়ে মিসপাকে বেধড়ক পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। এ সময় ক্লাসের ছাত্র ও স্কুলের অন্য শিক্ষকরা চিৎকার শুরু করলে ওই যুবক পালিয়ে যায়। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে টুটুলকে গ্রেফতার করে। ছাত্রী উত্ত্যক্তকারীর বিরুদ্ধে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৪ মার্চ ॥ দুধমল্লিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রীকে প্রকাশ্যে উত্ত্যক্ত ও আত্মহত্যা চেষ্টার প্ররোচনাকারী বখাটে যুবক মাছুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে। শহরের চৌরঙ্গী মোড় থেকে শহীদ সৈয়দ আতর আলী সড়কের পোস্ট অফিস মোড় পর্যন্ত এলাকা জুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
×