ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মালিবাগ রেলগেট এলাকায় দুর্ঘটনা

ফ্লাইওভারের গার্ডার পড়ে এক শ্রমিকের মৃত্যু, আহত দুই

প্রকাশিত: ০৫:২৫, ১৪ মার্চ ২০১৭

ফ্লাইওভারের গার্ডার পড়ে এক শ্রমিকের মৃত্যু, আহত দুই

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার মালিবাগ রেলগেট এলাকায় নির্মাণাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভারের গার্ডার পড়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুইজন। সোমবার রাত সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা রেলওয়ে থানার এসআই মোঃ রাশেদ রানা জানান। তিনি বলেন, ক্রেন দিয়ে ফ্লাইওভারের গার্ডার তোলার সময় তার ছিঁড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই মোঃ বাচ্চু মিয়া বলেন, আনুমানিক ৪২ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। তার নাম স্বপন বলে শোনা যাচ্ছে। বিকেলে ঢাকা মেডিক্যালে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এসআই আলাউদ্দিন। তিনি জানান, স্বপনের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুমারপুর গ্রামে। বাবার নাম আজিমউদ্দিন। সে উড়াল সড়কের একজন শ্রমিক ছিলেন। উড়াল সড়কের গার্ডার পড়ে তার মৃত্যু হয়েছে বলেও জানান তিনি। আহতদের মধ্যে একজন তমা কনস্ট্রাকশনের প্রকৌশলী পলাশ; অন্যজনের নাম নুরুন্নবী। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে বাচ্চু মিয়া জানান। এ দিকে গার্ডার পড়ে রেললাইন আটকে যাওয়ায় রাত সোয়া ২টা থেকে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বেলাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তিন ঘণ্টার চেষ্টায় গার্ডারের একটি অংশ কেটে সরিয়ে নেয়া হলে ট্রেন চলাচল শুরু হয়। সোমবার ভোর সোয়া ৬টা থেকে ট্রেন চলাচল শুরু হলেও বেশ কিছু ট্রেন বিলম্বিত হয়েছে বলে রেলওয়ে থানার এসআই রাশেদ রানা জানান। নগর বিশেষজ্ঞ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, যারা এই নির্মাণ কাজে যুক্ত বা কাজটি করছে তারা খুব একটা দায়িত্ববান বলে মনে হয় না। দক্ষতার অভাব হয়ত ছিল, কিন্তু সেটা পুষিয়ে যেত যদি ব্যবস্থাপনাটা সঠিক হতো। তিনি বলেন, যথেষ্ট নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়নি, সাবধানতা অবলম্বন করা হয়নি। নির্মাণের সময় আরও অনেক বেশি সাবধান হওয়া উচিত। দুর্ঘটনা তদন্তে কমিটি ॥ রাজধানীর মালিবাগে মগবাজার ফ্লাইওভারের গার্ডার পড়ে একজনের মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন করার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এছাড়া নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার কথাও বলেছেন তিনি। সোমবার মালিবাগে ঘটনাস্থল পরিদর্শনে এসে রাতের ‘অনাকাক্সিক্ষত দুর্ঘটনা’র জন্য দুঃখ প্রকাশ করে মেয়র জানান, ঘটনা তদন্তে এলজিইডির অতিরিক্ত তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান সাঈদ খোকন। তবে কমিটি কতদিনের মধ্যে প্রতিবেদন দেবে কিংবা ক্ষতিপূরণের পরিমাণ সম্পর্কে কিছু জানাননি মেয়র। স্থানীয় সরকারমন্ত্রীর পক্ষে দুর্ঘটনাস্থল দেখতে এসেছেন জানিয়ে মেয়র বলেন, মন্ত্রিপরিষদের বৈঠক থাকায় এখানে তিনি আসতে পারেননি। তার প্রতিনিধি হিসেবে আমি এখানে এসেছি। এ ধরনের ঘটনা অনাকাক্সিক্ষত এবং অনভিপ্রেত। এ বিষয়ে আমি মাননীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। মাননীয় মন্ত্রী এ ঘটনায় ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করেছেন। ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে তাকে শাস্তির আওতায় আনা হবে বলে জানান সাঈদ খোকন। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দোষী ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। এ ব্যাপারে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। কাউকে এক বিন্দু ছাড় দেয়া হবে না। এ ঘটনায় হতাহতদের সহায়তা দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, যে নিহত হয়েছে তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়া হবে। আহতদের সুচিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। ফ্লাইওভার নির্মাণকাজ চলার সময় আশপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না এমন প্রশ্নে সাঈদ খোকন জানান, এলজিইডির প্রধান প্রকৌশলীর তাকে জানিয়েছেন প্রকল্প এলাকায় নিরাপত্তা পর্যাপ্ত ছিল। এটা হঠাৎ করেই ঘটে গেছে। এটা কারও কাম্য নয়। যে মারা গিয়েছেন, তিনি একজন হোটেল কর্মী। দুর্ভাগ্যক্রমে দুর্ঘটনার শিকার হয়েছেন। মালিবাগ রেলগেট এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রেলগেটের কাছেই সততা ফার্নিচার নামের একটি দোকানে কাজ করতেন স্বপন। সততা ফার্নিচারের মালিক পরিচয় দেয়া মোঃ কবিরের ভাষ্য, প্রায় দুই দশক ধরে তার দোকানে কাঠমিস্ত্রির কাজ করতেন স্বপন। তিন-চার দিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তিনি। রবিবার সকালে ঢাকায় ফেরেন। কবিরের ভাষ্য, রাতে উড়াল সড়কের নির্মাণকাজ চলার সময় চার ঘণ্টার চুক্তিতে কাজ করছিলেন স্বপন। প্রথমবার এই কাজ করেন তিনি। এর মধ্যে দুর্ঘটনা ঘটে। কবির জানান, ডিআইটি রোডের একটি বাসায় থাকতেন স্বপন। বাড়িতে তার স্ত্রী ও তিন ছেলেশিশু রয়েছে। এদিকে স্থানীয়রা জানিয়েছেন, যে গার্ডারটিতে দুর্ঘটনা ঘটেছে এটি অন্তত এক মাসে আগে পিলারে যুক্ত করা হয়েছিল। তখনও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। সোমবার এটি ক্রেন দিয়ে টানার সময় দুর্ঘটনা ঘটে। গত বছরের ১৬ মার্চ মগবাজার এলাকায় ফ্লাইওভারের নির্মাণ সামগ্রী পড়ে নিহত হন ইমন নামের এক নির্মাণ শ্রমিক। এ ঘটনায় গত বছরের ২৬ মার্চ দুর্ঘটনা এড়াতে নিরাপত্তার নিশ্চিতের আদেশ দেন উচ্চ আদালত।
×