ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রিসাইডিং অফিসার লাঞ্ছিত মামলায় চেয়ারম্যান প্রার্থী কারাগারে

প্রকাশিত: ০৪:২৭, ১৪ মার্চ ২০১৭

প্রিসাইডিং অফিসার লাঞ্ছিত মামলায় চেয়ারম্যান প্রার্থী কারাগারে

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৩ মার্চ ॥ ইউপি নির্বাচনে কেন্দ্রে হামলা ও প্রিসাইডিং অফিসারকে লাঞ্ছিত করার অভিযোগে দায়ের করা মামলায় খলিলুর রহমান নামে এক পরাজিত চেয়ারম্যান প্রার্থীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে তিনি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে উভয়পক্ষের শুনানি শেষে ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গত বছরের ৭ মে শনিবার বেলা আড়াইটার দিকে সঙ্গীয় লোকজন নিয়ে অতর্কিতে শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের চকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার মুহাম্মদ মঞ্জুরুল ইসলামের কাছে সাদা ব্যালট পেপার বহি দাবি করেন ওই ইউনিয়নে জাসদ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান। কিন্তু প্রিসাইডিং অফিসার ব্যালট বহি দিতে অপারগতা প্রকাশ করলে চেয়ারম্যান প্রার্থী খলিল তার শার্টের কলার ধরে টেনেহিঁচড়ে তাকে লাঞ্ছিত করেন। পদ ফিরে পেলেন মেয়র আরিফুল স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এ আদেশের ফলে আরিফুল হকের মেয়র হিসেবে দায়িত্ব পালনে আর বাধা নেই। সোমবার সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোঃ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আরিফুল হকের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার কাফি ও ব্যারিস্টার মঈনুল হোসেন। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জের আদালত আরিফুলকে কারাগারে প্রেরণ করেন। এরপর ২০১৫ সালের ৭ জানুয়ারি তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ৪ জানুয়ারি সাবেক অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়া হত্যাসহ চার মামলায় জামিন পান আরিফুল। হাওড়ের ফসল রক্ষা বাঁধের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১৩ মার্চ ॥ জেলার সবগুলো হাওড়ের ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজের অগ্রগতি ও পর্যবেক্ষণপরবর্তী সংবাদ সম্মেলন করেছে হাওড় এ্যাডভোকেসি প্লাটফর্ম (হ্যাপ)। সোমবার দুপুর ১টায় শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাওড় বাঁধ রক্ষা নাগরিক উদ্যোগ সুনামগঞ্জের আহ্বায়ক নির্মল ভট্টাচার্যের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হ্যাপের যুগ্ম-আহ্বায়ক শরিফুজ্জামান। লিখিত বক্তব্যে তিনি জেলার সবগুলো হাওড়ের হুমকির মুখে থাকা বাঁধগুলোর বাস্তব অবস্থার পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরেন। তিনি জেলা প্রশাসকের উদ্ধৃতি দিয়ে বলেন, এখনও ১২টি বাঁধের কাজ শুরুই হয়নি। সুনামগঞ্জে ৪২টি হাওড়ের ২৩০টি পিআইসির (প্রকল্প বাস্তবায়ন কমিটি) মাধ্যমে বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ করবে পানি উন্নয়ন বোর্ড। জেলায় এডিবির অর্থায়নে এবারের মোট বরাদ্দ ধরা হয়েছে ৫৬ কোটি ৭২ লাখ টাকা। এর মধ্যে ১০ কোটি ৭২ লাখ টাকা পিআইসি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ৪৬ কোটি টাকার কাজ হাতে নিয়েছে পাউবো।
×