ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষায় গুণগত মান নিশ্চিত করতে হবে ॥ ইউজিসি চেয়ারম্যান

প্রকাশিত: ০৩:৫৯, ১৪ মার্চ ২০১৭

শিক্ষায় গুণগত মান নিশ্চিত করতে হবে ॥ ইউজিসি চেয়ারম্যান

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। তিনি সোমবার ইউজিসি অডিটরিয়ামে ‘ডেভেলপিং-এ কোর টিম ফর গাইডিং আইকিউএসি, কিউএ এ্যাকটিভিটিজ এ্যান্ড কারিকুলাম ডিজাইন’ শীর্ষক চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। খবর বাসসর। উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. এম শাহ্নেওয়াজ আলি, বিশ^ব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ড. মোঃ মোখলেছুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিউএ স্পেশালিস্টস রোজিলিনি মেরি ফার্নাদেজ চুং, হারশিতা আইনি হারুন এবং ড. এম হাবিব রহমান অনুষ্ঠানে সম্মানিত হিসেবে উপস্থিত ছিলেন। বিএসএমএমইউতে বিনামূল্যে চিকিৎসা ১৭ মার্চ আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিনামূল্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৭ উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা এই চিকিৎসাসেবা প্রদান করা হবে। এ উপলক্ষে রক্তদানসহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। খবর বাসসর। কর্মসূচীর মধ্যে রয়েছে ১৭ মার্চ সকাল ৭টার দিকে ধানম-ি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টা ৪৫ মিনিটে বিএসএমএমইউ’র বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন, সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবার উদ্বোধন এবং বাদ জুমা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল।
×