ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জিয়া চ্যারিটেবল মামলা

খালেদা জিয়ার আবেদন আপীল বিভাগেও খারিজ

প্রকাশিত: ০৮:৪১, ১৩ মার্চ ২০১৭

খালেদা জিয়ার আবেদন আপীল বিভাগেও খারিজ

স্টাফ রিপোর্টার ॥ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৩২ সাক্ষীর পুনরায় সাক্ষ্যগ্রহণে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপীল বিভাগ। খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলা স্থগিতের বিরুদ্ধে দুদকের আবেদন শুনানির জন্য আপীল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছে চেম্বার আদালত। এদিকে দুর্নীতি মামলায় সাবেক বিদুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর খালাসের রায় বাতিল চেয়ে হাইকোর্টের দেয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছে আপীল বিভাগ। তাই হাইকোর্টে মামলাটির ফের শুনানি অনুষ্ঠিত হবে। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আপীল বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছে। এ রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া রিভিউ করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তার আইনজীবী বদরুদ্দোজা বাদল। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার কার্যক্রম চলবে। মামলা চলতে আগেও কোন বাধা ছিল না, এখনও নেই। যেহেতু আপীল বিভাগে খালেদা জিয়ার এ সংক্রান্ত একটি আবেদন পেন্ডিং ছিল তাই কার্যক্রম চলেনি।’ নাইকো দুর্নীতি মামলা ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলা স্থগিতের বিরুদ্ধে দুদকের আবেদন শুনানির জন্য আপীল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছে চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য দুদকের পক্ষ থেকে আবেদন করা হলে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রবিবার এ আদেশ দেন। টুকুর রিভিউ খারিজ ॥ দুর্নীতি মামলায় সাবেক বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর খালাসের রায় বাতিল চেয়ে হাইকোর্টের দেয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছে আপীল বিভাগ। তাই হাইকোর্টে মামলাটির ফের শুনানি অনুষ্ঠিত হবে। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এ আদেশ দেয়।
×