ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

ইমরুল ইন, রাব্বি আউট

কলম্বো টেস্টে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫৯, ১৩ মার্চ ২০১৭

কলম্বো টেস্টে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ গল টেস্টে ভরাডুবি হয়েছে। ব্যাটসম্যানদের ব্যর্থতায় হার হয়েছে। বিশাল ব্যবধানে হার হয়েছে। এবার সামনে কলম্বো টেস্ট। বাংলাদেশের শততম টেস্ট। যে টেস্টের দলে ইমরুল কায়েস যোগ হলেও বাদ পড়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। এ টেস্টটি শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের জন্য এবারের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। এই টেস্টে গল টেস্টের স্মৃতি ভুলে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। গল টেস্ট শেষে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীমই যেমন বলেছেন, ‘আশা করছি আমরা দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে পারব।’ তা কী আসলেই সম্ভব? কলম্বোর পি সারা ওভালে খেলবে বাংলাদেশ। এই টেস্ট খেলতে এখন কলম্বোতে আছে বাংলাদেশ। এই স্টেডিয়ামে বাংলাদেশের সবসময়ই ভরাডুবি হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে এ স্টেডিয়ামে তিনটি টেস্ট খেলেছে বাংলাদেশ। তিনটিতেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাতেই বোঝা যাচ্ছে, কলম্বো বাংলাদেশের জন্য ‘অপয়া ভেন্যু’। এমনকি কঠিন ভেন্যুও। গলেই যেখানে ম্যাচ থেকে ভাল ফল বের করা গেল না, সেখানে কলম্বোতে কিভাবে পারবে বাংলাদেশ? আবার গল টেস্টে ব্যাটসম্যানরা একের পর এক ভুল করেছেন। আউট হয়েছেন। তাতে বাংলাদেশ হেরেছেও। অথচ মুশফিক যেন ব্যাটসম্যানদের ভুল শটগুলো দেখেও না দেখার ভান করছেন। গল টেস্টের দ্বিতীয় ইনিংসে শেষ দিনে ম্যাচ বাঁচাতে হলে মুশফিকদের ৯৮ ওভার টিকে থাকতে হত। কিন্তু শেষদিন মাত্র ৪৫.২ ওভার টিকে ছিল তারা। ব্যাটসম্যানরা রঙ্গনা হেরাথকে উইকেট বিলিয়ে এসেছেন। লঙ্কান অধিনায়ক মনে করেন উইকেটে স্পিনারদের সহায়তা তেমন ছিল না। আর সহায়তা ছাড়াই হেরাথ বিশ্বরেকর্ড করলেন বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে ভেঙ্গে দিয়ে। মুশফিকও বলেছেন, ব্যাটিংয়ের জন্য ভাল উইকেট ছিল। তারপরও ব্যাটসম্যানরা উইকেট আঁকড়ে থাকতে পারলেন না। অথচ মুশফিক সেই ব্যাটসম্যানদের পক্ষই যেন নিলেন। বলেছেন, ‘ভাল বল, স্টাম্পের বল শট করতে গেলে আউট হওয়ার সম্ভাবনা থাকে। তাই বাইরের বল খেলে রান করতে হবে। এটা আমি বিশ্বাস করি।’ সাকিব আল হাসান লেগ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে বাজেভাবে আউট হন। দ্বিতীয় ইনিংসেও একইভাবে আউট হলেন নিজ ভুলেই বাজে শট খেলে। মুশফিক অবশ্য সাকিবের পক্ষেই কথা বললেন, ‘প্রথম ইনিংসে সাকিবের আউটটার কথা বলি, সেটা দুর্ভাগ্যজনক আউট বলব। আমার আউট নিয়েও তাই বলব। আমার ক্ষেত্রে লেগ সিøপ ছিল না। শর্ট ফাইন লেগ ছিল না। আমি যদি এই বলে রান না করি, কোন বলটায় করব। এটা বলতে পারেন, আমরা যেভাবে শটটা খেলা দরকার সেটা পারিনি। ব্যাটের যেখানে শট লাগার দরকার, সেখানে লাগেনি। আমরা চেষ্টা করব সামনে এই সমস্যা কাটিয়ে উঠতে।’ তবে হেরাথ যে দুর্দান্ত বল করেছেন। তা স্বীকার করে নিয়েছেন মুশফিক। বলেছেন, ‘সে চ্যাম্পিয়ন বোলার। আমরা জানতাম যে, হেরাথই আমাদের বড় হুমকির একজন হবে।’ সঙ্গে বাঁহাতি স্পিনারদের মধ্যে এ মুহূর্তে সবচেয়ে বেশি ৩৬৬টি উইকেট নেয়া হেরাথকে নিয়ে জানিয়েছেন, ‘বাঁহাতি বোলার হিসেবে দারুণ কীর্তি গড়ায় তাকে অভিনন্দন। আশাকরি শ্রীলঙ্কার হয়ে সে আরও অনেকদিন ভাল খেলবে।’ মুশফিক যেভাবেই ব্যাটসম্যানদের পক্ষ নিয়ে কথা বলুক হেরাথ যেন বুঝিয়ে দিয়েছেন ব্যাটসম্যানদের অনেক কিছু করার ছিল। শ্রীলঙ্কান অধিনায়ক হেরাথ যেমন বলেছেন, ‘এ রকম জয় তখনই আসতে পারে, যখন পুরো দল সেটার জন্য অগ্রসর হয়। দলীয় খেলায় একা কোনকিছু করা সম্ভব নয়। এটা অনেক বড় একটা অর্জন। যারা আমার পাশে থেকেছে, পুরো দল এবং দলের সদস্যরাÑ তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। উইকেটে কোন সমস্যা ছিল না। এটা ব্যাটসম্যানদের উপকৃত করেছে। আমাদের বেশ ভাল ব্যাটিং কম্বিনেশন ছিল।’ সঙ্গে যোগ করেন, ‘উইকেট ব্যাটসম্যানদের সাহায্য করেছে। আমি ভাবতে পারছি না কিভাবে বাংলাদেশ শেষদিনে এত দ্রুত উইকেট হারাল। আমরা বেশ বড় লক্ষ্য ছুড়ে দিয়েছিলাম। আমার মতে, আমাদের ব্যাটসম্যানদের চেয়ে বোলাররা তাদের কাজ ভাল করেছে।’ নিজের রেকর্ড নিয়ে হেরাথ জানান, ‘অল্প কয়েকজন (আসলে একজন) আছে যারা চার ’শ উইকেটের মালিক। এই মাইলফলক ছুঁতে পারলে অবশ্যই আমার জন্য এটা হবে গর্বের। চেষ্টা করি সুযোগ পেলে এমন কিছু করার যা দলের স্বার্থেও কাজে লাগবে।’ কলম্বো টেস্টেও নিশ্চয়ই হেরাথ ফ্যাক্টর দেখা যাবে। কিন্তু বাংলাদেশ কলম্বো টেস্টে ঘুরে দাঁড়াতে চায়। কলম্বো টেস্টে বাংলাদেশ দল ॥ মুশফিকুর রহীম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শুভাশীষ রায়, ইমরুল কায়েস, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত।
×