ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা বিদ্যুতসহ নিহত ২

প্রকাশিত: ০৫:০৪, ১৩ মার্চ ২০১৭

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা বিদ্যুতসহ নিহত ২

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ তালায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা বাহিনী প্রধান বিদ্যুত বাছাড় ও তার সহযোগী তালহা শেখ নিহত হয়েছে। নিহত বিদ্যুত বাছাড় তালা উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের কানাই লাল বাছাড়ের ছেলে ও নিহত তালহা শেখ একই উপজেলার সুজনশাহা গ্রামের মনির শেখের ছেলে। নিহত বিদ্যুত বাছাড় নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার। শনিবার রাত ৩টার দিকে তালা সদর উপজেলার রহিমাবাদ লক্ষণ দাশের আম বাগানে এই বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। নিহত দুই জনের লাশসহ পুলিশ ঘটনাস্থল থেকে ৪টা বোমা, ২টা ওয়ান-শূটারগান, ২টি রাম দা উদ্ধার করেছে। এ ঘটনায় তালা থানার এসআই মোহন ও কনস্টেবল কল্যাণ দাশ আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছেন। পুলিশ জানায়, নিহত বিদ্যুত বাছাড়ের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ ১৪টি মামলা রয়েছে। তালা থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, রাতে পুলিশ আসামি ধরার জন্য অভিযানে যাওয়ার পথে তালা সদর উপজেলার রহিমাবাদ আম বাগান এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। প্রায় ১০ মিনিট বন্দুক যুদ্ধের এক পর্যায়ে ডাকাতরা পিছু হটে। পরে সেখানে পড়ে থাকা বিদ্যুত বাহিনীর প্রধান বিদ্যুত বাছাড় ও তার সহযোগী তালহার লাশ উদ্ধার করে পুলিশ। সেখান থেকে পুলিশ সন্ত্রাসীদের ব্যবহৃত ৪টি বোমা, ২টি ওয়ান-শূটারগান, ২টি রাম দা উদ্ধার করে। এ ঘটনায় তালা থানার এস আই মোহন ও কনস্টেবল কল্যাণ দাশ আহত হয়েছেন। নিহতদের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
×